নায়িকাদের একটা কঠিন ডায়েটের মধ্যে থাকতে হয় সে কথা কারুর অজানা নয়। অনেকের মতে নায়িকারা তাঁদের ডায়েটের বাইরে অন্য কিছু মুখে তোলেন না। তাঁরা দারুণ ভাবে ফিগার মেন্টেন করেন। এই বিষয়ে অনেকের কাছেই তাঁরা উজ্জ্বল উদাহরণ। কিন্তু সেই সব ত্বত্ত কথা সরিয়ে রেখে এবার মোগলাই পরোটায় মজলেন ইশা সাহা। তবে তাঁর এই কান্ডের কথা বিশেষ এক ব্যক্তির থেকে লুকিয়েও রাখতে চাইলেন। জানেন কে সেই বিশেষ মানুষটা?
রবিবার মানেই ছুটির দিন। বেশির ভাগ বাঙালি বাড়িতে রবিবারের দুপুর মানেই মাংসর ঝোল আর ভাত। বেশ একটা খাওয়া-দাওয়ার আমেজ। আর এই আমেজেই প্রকাশ্যে এল ইশার মোগলাই খাওয়ার একটা ভিডিয়ো। টলিউড অনলাইন এই ভিডিয়োটি প্রকাশ্যে আনে। সেখানে দেখা গিয়েছে প্লেট ভর্তি মোগলাই আর মাটন কষা নিয়ে বসেছেন নায়িকা। বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সেই খাবারের স্বাদ।
আরও পড়ুন: 'সেটাই প্রাপ্য ছিল…', অভিনেতাকে চড় মারা প্রসঙ্গে মুখ খুললেন মৌসুমী চট্টপাধ্যায়!
ভিডিয়োয় অভিনেত্রীকে লাল ও রূপালি পাড়ের আকাশি সুতির শাড়িতে দেখা গিয়েছে, সঙ্গে ম্যাচিং করে লাল স্লিভলেস ব্লাউজ পরেছিলেন নায়িকা। হাতে বড় অক্সিডাইসের আংটি, কানে অক্সিডাইসের বড় ঝোলা ঝুমকো, হালকা মেকআপ আর ছোট্ট টিপে সেজে উঠেছিলেন নায়িকা। আর তাঁর সামনে থালায় সাজানো ছিল গরম গরম মোগলাই। তবে কেবল মোগলাই নয়, তাঁর আগে নায়িকা ফুচকাও খেয়েছেন বলে জানান।
ভিডিয়োর শুরুতেই ইশাকে বলতে শোনা যায়, ‘প্রথমে ফুচকা তারপর মোগলাই।’ তারপর তিনি তাঁর এই কান্ডের কথা এক বিশেষ ব্যক্তির থেকে লুকাতে চান। কারণ তিনি জানলে একটু মুশকিলেই পড়তে পারেন নায়িকাকে। জানেন তিনি কে? তিনি হলেন ইশার জিম ট্রেনার। তাঁকে লুকিয়েই মোগলাইতে কামড় বসান নায়িকা। বলেন, ‘এই সব ভিডিয়োগুলো আমার জিম ট্রেনারের কাছে না পৌঁছলেই ভালো।’ যদি একথা তিনি একেবারেই মজা করে বলেন তিনি। তবে তাঁর এই কান্ড দেখে নায়িকাকে নেটিজেন খোঁচা দিতেও ছাড়েননি। একজন লেখেন, এমনি তো এত রোগা… তাও আবার এত নাটকের কি আছে?'
আরও পড়ুন: সুদীপার সুবাদেই আজ নায়ক হয়েছেন রাহুল দেব বোস! ‘রান্নাঘরের রানি’র জন্মদিনে কোন গোপন কথা হল ফাঁস
কাজের সূত্রে, সম্প্রতি নায়িকার ছবি 'চেক ইন চেক আউট' মুক্তি পেয়েছে। তাছাড়াও মে মাসে মুক্তি 'দ্য একেন: বেনারসে বিভীষিকা' সেখানেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইশাকে। এছাড়াও ‘অসুখবিসুখ’ নামে একটি ছবিতে দেখা যাবে। পুজোর সময় ‘ইন্দু’র নতুন সিজন আসতে পারে। ‘সোনাদা’র নতুন অভিযান ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর শ্যুটিং হয়তো বছরের শেষে শুরু হবে।