পিকুর পাঁচ বছরের বর্ষপূর্তিতে ইরফান খানের স্মৃতি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে দীপিকাকে। চোখের জল কিছুতেই বাঁধ মানছে না অভিনেত্রীর। পিকুর কাহিনি অসম্পূর্ন রেখেই চলে গেল রানা..আজও বিশ্বাস হয় না দীপিকার। শুধু সহ অভিনেতা হিসাবেই নয়,দীপিকা ইরফান খানের একজন বড় ভক্ত-তাই ইরফানের চলে যাওয়ার কঠিন সত্যটা কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী। শুক্রবার পিকু মুক্তির পাঁচ বছর পূর্ণ করেছে। শনিবার পরিচালক সুজিত সরকারের এই ছবির শ্যুটিংয়ের ফাঁকের একটি ভিডিয়ো শেয়ার করলেন দীপিকা। যেখানে টেনিস ব়্যাকেট হাতে পাওয়া গেল প্রকাশ পাড়ুকোন কন্যাকে। দীপিকার সঙ্গে টেনিস খেলায় মগ্ন ইরফান খান। এই ভিডিয়োর ক্যাপশনে দীপিকা লিখেছেন ‘ দয়া করে ফিরে এসো’। বাবা-মেয়ের সম্পর্কের আবর্তেই গড়ে উঠেছে পিকুর গল্প। তবে এই ছবিতে অমিতাভ ও দীপিকার পাশাপাশি কম উজ্জ্বল নন ইরফানও। পরিচালক সুজিত সরকার সেভাবেই এই ছবিতে রানার সঙ্গে পিকুর তথাকথিত প্রেমের অ্যাঙ্গেল দেখাননি, তবুও এক অসম্ভব সুন্দর একটা সূত্রে বাঁধা ছিল এই দু'জনের সম্পর্ক। রোলে কামড় বসাতে বসাতে যখন পিকু রানাকে বলেছিল ‘যাবে আমার সঙ্গে?’ সেই কথার পিছনে লুকিয়ে থাকা ভালোবাসাটা মুখে বলার হয়ত প্রয়োজন হয় না। পিকুকে বাস্তবে একা ফেলে চলে গিয়েছিল কিনা রানা তা জানা নেই,কিন্তু দীপিকাকে একা রেখে চলে গিয়েছেন তাঁর প্রিয় সহ-অভিনেতা ইরফান।তাই কান্নাভেজা চোখেই রানাকে স্মরণ করছে পর্দার পিকু।গত ২৯ শে এপ্রিল ক্যানসারের সঙ্গে দীর্ঘ দু বছরের লড়াই থামিয়ে চলে গিয়েছেন ইরফান খান।