
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হলেন বচ্চন দম্পতি। শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, কুমার শানুর মতো দেশের নামজাদা শিল্পীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তার মধ্যেই জয়ার একটি মন্তব্য মন জয় করে নিল অনেকের।
অন্য অতিথিদের মতোই জয়াকেও কিছু বলার জন্য অনুরোধ করেছিলেন সঞ্চালকরা। তাঁদের কথা শুনে মঞ্চে হাজির হলেন জয়া। একটু ভাঙা, একটু হিন্দি টান সমেত বাংলায় কথা বলতে শুরু করলেন। আর যা বললেন তিনি, তাতেই বিরাট খুশি উপস্থিত দর্শকরা।
কী বললেন জয়া? প্রথমেই বাংলায় বললেন, ‘আমি বিশেষ কিছু বলব না। বলার জন্য তো উনি আছেন’। বলেই ইশারায় দেখিয়ে দিলেন অমিতাভকে। তাতেই উঠল হাসির রোল। কিন্তু জয়া থামলেন না। বলেই চললেন। বললেন, ‘হাত ভেঙেছে, পা ভেঙেছে। মাথাটা যে এখনও ঠিক আছে, সেটাই আসল কথা।’ বোঝা গেল হালে অমিতাভের শরীর খারাপের দিকেই ইঙ্গিত করছেন। এবং এর মধ্যেও যে বিগ বি কাজ করে চলেছেন, সে কথাই বলতে চাইছেন জয়া।
তার পরে সেই বাংলাতেই জয়া বলেন, ‘দু’বছর আগে আসার কথা ছিল। আসতে পারেনি। তখন থেকেই পেটের মধ্যে কথা চেপে রেখেছে। যা বলার উনিই বলবেন।’ কোভিডের কারণে কলকাতা চলচ্চিত্র উৎসবের ছন্দে কিছুটা পতন হয়েছিল। আর সেই কারণেই আসতে পারেননি বিগ বি। সেটির কথাই উল্লেখ করলেন জয়া।
এর পরে বললেন, ‘জামাইয়ের সামনে মেয়ের দাম কমে যায়।’ তাঁর সেই কথা শুনে উপস্থিত সকলেই হেসে ফেললেন।
শেষে মমতাকে ‘বোন’ বলে মন্তব্য করে জয়া বললেন, তিনি সব সময়ে মুখ্যমন্ত্রীর পাশে আছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports