বিশ্বকাপের সময় বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে এসেছিলেন মহম্মদ শামির বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহান। ক্রিকেটারের নাম করে কখনও আবার বেনামেই তিনি একহাত নিয়েছিলেন শামিকে। এমনকি তাঁকে বিশ্বকাপের ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসতেও দেখা যায়। এবার, এতদিন পর তিনি আবার কী বললেন মহম্মদ শামিকে নিয়ে?
মহম্মদ শামিকে নিয়ে হাসিন জাহানের পোস্ট
এদিন হাসিন জাহান মহম্মদ শামিকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট করেন। আর সেই পোস্টে টেনে আনেন রোহিত শর্মাকে। রোহিত শর্মার কী উদাহরণ দিলেন তিনি?
আরও পড়ুন: অপেক্ষার অবসান! শুরু হল বাংলার ম্যাগনাম ওপাস দেবী চৌধুরানীর শুটিং, কবে মুক্তি পাচ্ছে ছবি?
আরও পড়ুন: 'আগুন আগুন!' মাথায় বোতল নিয়ে বেলি ডান্স! জামাল কুদুতে দুর্ধর্ষ পারফরমেন্স ইন্ডিয়াস বেস্ট ডান্সার খ্যাত সোমিয়ার
এদিন সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহান রোহিত শর্মা এবং তাঁর ছোট্ট মেয়ের একটি ছবি শেয়ার করেন। সেই ছবির ক্যাপশনে লেখেন, 'অধিকাংশ বাবাই তাঁর ছোট্ট মেয়ের কোলে এভাবে শান্তি খুঁজে পায়। আর কিছু বাবা বেশ্যার কোলে। ঈশ্বর যেন চরিত্রহীন বাবাদের মেয়ে না দেয়। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আমার ছোট্ট মেয়েটাকে সহ্যসক্তি দিক ঈশ্বর।'
কে কি বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছে। অধিকাংশ মানুষই হাসিনকে তাঁর এক বক্তব্যের জন্য কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'শত শত্রু পেলেও আপনার মতো জঘন্য স্ত্রী যেন কেউ না পান!' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'তোর মতো মহিলার গায়ে গোটা ভারত থুথু দেয়।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ঈশ্বর যেন এমন স্ত্রী কাউকে না দেন।' কেউ কেউ আবার লেখেন, 'আপনার মতো অসভ্য স্বার্থবাজ মানুষ আর দুটো হয় না।'
প্রসঙ্গত বিশ্বকাপের সময় হাসিন শামির উদ্দেশ্যে বলেন, তিনি ভারতীয় দলের জন্য শুভেচ্ছা দিলেও, তাঁদের জয় চাইলেও শামিকে শুভেচ্ছা জানাবেন না। তবে তিনি তাঁর এবং তাঁদের মেয়ের স্বার্থে চান শামি বেশিদিন খেলুন যাতে তাঁদের কোনও অর্থাভাব না থাকে।
আরও পড়ুন: বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে না ময়দান, বিতর্কে জল ঢেলে রুদ্রনীল বললেন, 'ময়দান মানে কলকাতার ময়দান না, এটা...'