Geeta LLB: স্বস্তিককে বাঁচাতে গিয়ে বিপদে গীতা! পাহাড়ের মরণফাঁদেই মৃত্যু হবে নায়িকার? Updated: 30 Mar 2025, 01:58 PM IST Subhasmita Kanji Geeta LLB: স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল গীতা এলএলবি। প্রতি সপ্তাহেই সেরা পাঁচে নিজের জায়গা ধরে রেখেছে এই মেগা। এবার আর চমক দিতে গল্পে আসছে দুর্দান্ত মোড়। স্বামীকে বাঁচাতে গিয়ে বিপদে পড়বে খোদ নায়িকাই!