'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'-র সুবাদে নার্গিস, সীমা বিশ্বাস, মীনা কুমারীর সঙ্গে এক সারিতে উচ্চারিত হতে পারে আলিয়া ভাটের নাম, দাবি পরিচালক সঞ্জয় লীলা বনশালির। ছবির অন্যতম প্রযোজক সংস্থা 'পেন'-এর তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে বনশালির সাক্ষাৎকার নিচ্ছেন আলিয়া। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একেবারে সাংবাদিকের মেজাজে বনশালিকে আলিয়া জিজ্ঞেস করছেন যে এই ছবি মুক্তির আগে পরিচালক হিসেবে ঠিক কতটা টেনশনে ছিলেন তিনি কিংবা এই প্রজেক্টটি ঠিক কতটা কাছের ছিল বনশালির।জবাবে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে দেখা গেছে বনশালিকে। সামান্য থেমে তিনি বললেন, 'ছবি মুক্তির পর স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছিলাম। আর তা হয়েছিল বার্লিনে, যেখানে প্রথমবার এই ছবি দেখেছিল মানুষ। এবং তারপর 'গঙ্গুবাই'-এর জন্য প্রথম সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলাম। এবং সত্যি বলতে কী দারুণ আনন্দ হয়েছিল।' এরপর আলিয়ার দিকে ইশারা করে বনশালি ফের বলা শুরু করেন, 'সঙ্গে বলব, আমার পাশে বসে তখন তুমি সমানে বকবক করে চলেছিল। তখনই বুঝেছিলাম এই ছবি ঠিকঠাক উৎরে গিয়েছে। দেখেছিলাম ছবি দেখা শেষে সব দর্শক দাঁড়িয়ে টানা পাঁচ মিনিট ধরে হাততালি দিয়ে গেল।' এখানেই থামেননি এই প্রখ্যাত পরিচালক। আলিয়ার ভূয়সী প্রশংসা করে বনশালি বলেছেন, 'এই ছবিটি ভারতীয় ছবির ইতিহাসে আরও একটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হল এই ছবিতে আলিয়া যা অভিনয় করেছে তা আগামী ৫০-১০০ বছর দর্শক দেখবে, মনে রাখবে। 'গঙ্গুবাই'-তে আলিয়ার অভিনয় অনায়াসে জায়গা করে নিতে পারে 'মাদার ইন্ডিয়া' ছবিতে নার্গিসজির অভিনয়ের সঙ্গে কিংবা 'সাহেব বিবি অউর গোলাম' ছবিতে মীনা কুমারীর পারফর্মেন্সের সঙ্গে। রাখা যেতে পারে 'ব্যান্ডিট কুইন' ছবিতে সীমা বিশ্বাসের অভিনয়ের সঙ্গেও। তাঁদের অভিনীত ওই ছবিগুলির মতো এই ছিল একার কাঁধে টেনে নিয়ে গিয়েছে আলিয়া!'প্রসঙ্গত, ভারতীয় ছবির ইতিহাসে এই তিন জন বলি-অভিনেত্রীকে দেওয়া হয়েছে কিংবদন্তির সম্মান। উল্লিখিত ওই ছবিগুলির জন্য এঁরা প্রত্যেকেই পেয়েছিলেন ফিল্মফেয়ারের সেরা অভিনেত্রীর পুরস্কার।