একসময় রাজ চক্রবর্তীর ত্রিকোণ প্রেমের কথা টলিপাড়ার চর্চিত বিষয় ছিল। একদিকে মিমি অন্যদিকে মিমি। তবে সেসবই এখন অতীত। পরবর্তী সময়ে শুভশ্রীর গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই হাঁটার সিদ্ধান্ত নেন রাজ। এখন রাজ-শুভশ্রীর সুখের সংসার। তাঁদের সেই সুখের স্বর্গে দুই সন্তানও রয়েছে। তবে রাজকে নিয়ে টানাপোড়েনে একসময় মিমি-শুভশ্রীর মুখ দেখাদেখিও বন্ধ ছিল। তবে সেসবও মিটে গিয়েছে বহু আগেই। কালের নিয়মে সবই হয়ত বদলায়।
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলার মঞ্চে প্রাক্তনের ঘরণী শুভশ্রীর হাত থেকেই পুরস্কার নিলেন মিমি চক্রবর্তী। মিমির হাতে সেরা স্টাইল আইকনের পুরস্কার তুলে দেন শুভশ্রী। আর সেটি নিতে উঠেই মঞ্চে শুভশ্রীর প্রশংসা করতে দেখা যায় মিমিকে। তিনি বলেন, স্টাইল আইকনের দিক থেকে তিনি শুভশ্রীর অনুরাগী। বাংলায় শুভশ্রীই প্রথম জিরো ফিগার সুন্দরী। যেটা হওয়ার জন্য একসময় শুভশ্রীকেও অনেক সাধনা করতে হয়েছিল। মিমির কথায়, ‘আমার মনে আছে, থালায় অনেক খাবার সাজানো। আমরা যখন সকলে খাচ্ছি, তখন শুভশ্রীকে জিগ্গেস করলাম, কী তুমি খাবে না? ও বলল না।' মিমির প্রশংসা পেয়ে আপ্লুত হন শুভশ্রীও। একে অপরকে মঞ্চেই জড়িয়ে ধরতে দেখা যায় তাঁদের। বেশ বোঝা যায় সময় বদলেছে…।