এবার পুজোয় 'দশম অবতার' সুপারহিট। এই নিয়ে পুজোয় ১০বার, ১০-এ ১০ পেলেন পরিচালক সৃজিত। গত ১০বারই পুজোয় মুক্তি পাওয়া সৃজিতের ছবি 'হিট'। তার সঙ্গে আরও একবার প্রমাণ হয়েছে সৃজিত-প্রসেনজিৎ জুটির জনপ্রিয়তা। পুজোয় মুক্তি পাওয়া ৪ টি ছবির মধ্যে বক্স অফিস কালেকশনে সবথেকে বেশি এগিয়ে রয়েছে 'দশম অবতার'। দশম অবতার নিয়ে দর্শকদের উন্মাদনা যে তুঙ্গে, তা অ্যাডভান্স বুকিং থেকেই স্পষ্ট ছিল। সেই প্রতিফলনই পড়েছে বক্স অফিসে। মুক্তির পর প্রথম ৯ দিনে ৫ কোটির ব্যবসা করেছে SVF প্রযোজিত এই ছবি।
এবিষয়ে পুজোয় মুক্তি পাওয়া আরও তিনটি ছবি, 'বাঘা যতীন', ‘রক্তবীজ’, ‘জঙ্গলে মিতিন মাসি’র থেকে বক্স অফিসের লড়াইয়ে বেশ অনেকটাই এগিয়ে 'দশম অবতার'। অনেকেই তাই বলছেন সৃজিতই পুজোয় ‘ফার্স্ট বয়’। দশম অবতারের সাফল্য নিয়ে কী বলছেন, ছবির সাফল্যে কারিগর সৃজিত-প্রসেনজিৎ?
সৃজিত মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, ‘এই ফার্স্ট বয় ব্যাপারটা আমি বুঝি না। তবে হ্যাঁ, এটা সত্যিই এবছর পুজোয় একটা হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা ছিল। সেখানে বাকি তিনটে ছবিও ভালো এবং শক্তিশালী ছিল। তা সত্ত্বেও দশম অবতারেক বক্স অফিসে কালেকশন সবচেয়ে বেশি এটা অবশ্যই আমার কাছে ভীষণ আনন্দের বিষয়। এটা নিয়ে মোট দশবার পুজোয় আমার ছবি মুক্তি পেয়েছে, এবং প্রত্যেকবারই সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে, এটা তো একটা দারুণ বিষয়। এটা নিয়ে সত্যিই কোনও দ্বিমত নেই। তবে এটাও ঠিক এবার পুজোয় সামগ্রিকভাবে বাংলা ছবি দারুণ ফল করেছে, সেটা খুবই আনন্দদায়ক। আমরা যদি ৪টে ছবিরই কালেকশন অ্যাড করি, তাহলেই বুঝব, এবার পুজোটা কিন্তু বাংলা ছবির ছিল। এর আগে শেষবার ২০১৫তে এমনটা ঘটেছিল, সেবারও ৩-৪টে ছবি খুব ভালো ব্যবসা করেছিল।’
আরও পড়ুন-Dawshom Awbotaar Review: সিরিয়াল কিলিংয়ে বিষ্ণুপুরাণ মেশালেন সৃজিত!‘কল্কি’ হয়ে সফল যিশু? নাকি জিতলেন প্রসেনজিৎ-অনির্বাণ?
আরও পড়ুন-Dawshom Awbotaar-UK: পুজোয় বাংলা কাঁপানোর পর 'দশম অবতার' এবার চলল বিলেতে, কী বলছেন 'পোদ্দার' অনির্বাণ?