বলিউড হোক বা টলিউড সব জায়গাতেই কান পাতলে এখন সম্পর্ক ভাঙার গুঞ্জন। টলিপাড়ায় যিশু-নীলাঞ্জনার পর এবার চর্চায় আর এক আদর্শ দম্পতি অর্জুন-শ্রীজা। সব্যসাচী পুত্রকে সবাই ফ্যামিলিম্যান বলেই জানেন, কিন্তু এবার খবর তাঁর সাজানো সংসারে নাকি ধরেছে চির! কান পাতলে শোনা যাচ্ছে বিচ্ছেদের গুঞ্জন।
শোনা যাচ্ছিল অর্জুন চক্রবর্তী ও শ্রীজা সেন নাকি সোশ্যাল মিডিয়ায় দূরত্ব বজায় রাখছেন। ইনস্টাগ্রামে বরের সঙ্গে দেওয়া সব রোম্যান্টিক ছবি অর্জুনের সুন্দরী বউ মুছে ফেলেছেন। অর্জুনকে তিনি নাকি আনফলোও করছেন! তাহলে কী সত্যি বিচ্ছেদের পথে হাঁটছেন দম্পতি? সেই খবরের সত্যতা যাচাই করতেই হিন্দুস্থান টাইমস বাংলা অর্জুন পত্নী শ্রীজা সেনের সঙ্গে যোগাযোগ করে।
আরও পড়ুন: ইনস্টাগ্রামকে স্বামীকে আনফলো শ্রীজার, মুছলেন ছবি, বিচ্ছেদ জল্পনা নিয়ে প্রথমবার মুখ খুললেন অর্জুন
বিচ্ছেদের গুঞ্জন কি সত্যি? এ প্রশ্নে শ্রীজার উত্তর, 'না, একেবারেই না। আমাদের মধ্যে কোনও বিচ্ছেদের পরিস্থিতি তৈরিই হয়নি। এমন কী এখন আমরা একসঙ্গে বসে আছি। আমাদের সঙ্গে আমাদের মেয়েও রয়েছে। আমরা সবাই এখন একসঙ্গে বসে আড্ডা দিচ্ছি।' আর ইনস্টাগ্রামে আনফলো করা বা ছবি ডিলিট করা নিয়ে কী বলবেন? প্রশ্ন ছুঁড়ে দিলে শ্রীজার জবাব, 'আমি অর্জুনকে ফলো করছি। আর ইনস্টাগ্রাম আমার ব্যক্তিগত একটি বিষয়।' ছবি ডিলিট করা প্রসঙ্গে এর থেকে বেশি আর কিছু বলেননি শ্রীজা।
আরও পড়ুন: 'সব স্মরণীয়...' বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নতুন পোস্ট অর্জুনের! শ্রীজাকে নিয়ে কী লিখলেন সব্যসাচী-পুত্র?
অন্যদিকে, রবিবার সকাল সকাল বউয়ের সঙ্গে তোলা একটি ছবি, ইনস্টাগ্রামে পোস্ট করছেন অর্জুন। সেখানে তিনি তাঁদের গত গ্রীষ্মের ছুটি কাটানোর স্মৃতিচারণ করেছেন। পাশাপাশি সব্যসাচী পুত্র হিন্দুস্থান টাইমস বাংলাকে তাঁর ও শ্রীজার বিচ্ছেদ জল্পনা উড়িয়ে বললেন, ‘আমি সত্যি জানি না এগুলো কে রটাচ্ছে। আমি আর শ্রীজা একসঙ্গেই আছি। এখনও আমরা একসঙ্গে আছি, যা রটছে তা ভুল’। হঠাৎ করে কেন অর্জুনের সঙ্গে সব ছবি ডিলিট করলেন শ্রীজা? এ প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, ‘শ্রীজা ব্যক্তিগত কারণে ইনস্টাগ্রাম থেকে ছবিগুলো মুছেছে। এটা ওঁর সিদ্ধান্ত। আমি নিজেও খুব ব্যক্তিগত মানুষ। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে কিছু পোস্ট করতে খুব বেশি ভালোবাসি না’। তবে শ্রীজা কেন তাঁকে আনফলো করলেন, তাঁর স্পষ্ট জবাব দেননি অভিনেতা।