টলিউডের অন্যতম বিতর্কিত নায়িকা মহুয়া রায়চৌধুরী। মৃত্যুর এত বছর পরেও, তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই। বছরখানেক আগেই ‘গুনগুন করে মহুয়া’-র ঘোষণা হয়েছিল। খবর, এবার সেই সিনেমার কাজই শুরু হতে চলেছে। একের পর এক লুক টেস্টে ব্যস্ত গোটা টিম। অয়ন্যা, রাজনন্দিনীর পর টলিপাড়ায় নতুন নাম স্বস্তিকা দত্ত।