Pokkhirajer Dim: 'রেনবো জেলি'র পর ফিরছে ঘোতন, পপিন্সরা, বিজ্ঞানীর চরিত্রে অনির্বাণ, আসছে 'পক্ষীরাজের ডিম'
1 মিনিটে পড়ুন Updated: 08 Sep 2023, 04:11 PM ISTঅনির্বাণ ভট্টাচার্যের অভিনয় প্রসঙ্গে সৌকর্য বলেন, ‘অনির্বাণ হলেন এখানে ঘোতনের মেন্টর। ঘোতনের মায়ের স্বপ্ন ছিল ওঁর ছেলে বিজ্ঞানী হবে। আর ঘোতন যে গ্রামে এখন থাকে, সেখানে ওর সঙ্গে একটা খ্যাপাটে বিজ্ঞানীর আলাপ হয়, সেই হবে ঘোতনের মেন্টর।’ সৌকর্য জানান আগামী সপ্তাহ থেকেই শিমুলতলায় শ্যুটিং শুরু হবে।
আসছে 'পক্ষীরাজের ডিম'