বক্সঅফিসে যখন ‘গদর ২’ ঝড় চলছে, তার মধ্যেই মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডে অভিনীত ছবি ‘ড্রিম গার্ল ২’। স্বল্প বাজেটের ছবি। সেই হিসাবে খুব খারাপ তো নয়ই, বরং অনেকের মতে ভালোই ব্যবসা করছে এই সিনেমা। মুক্তির সপ্তাহান্তে ‘গদর ২’-এর পাশাপাশি ভালোই দৌড়েছে এই ছবি। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন। এই দিনে যে কোনও ছবিরই ব্যবসার অঙ্ক কিছুটা কম থাকে আগের রবিবারের তুলনায়। ‘ড্রিম গার্ল ২’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সোমবার বিরাট অঙ্কের ব্যবসা করতে পারেনি এই ছবি। কিন্তু তার পরেও টিকে থেকেছে লড়াই। চতুর্থ দিনে কেমন আয় করেছে এই সিনেমা?
পরিসংখ্যান বলছে, কাজ শান্ডিল্যের এই ছবি ধীরে ধীরে ৫০ কোটির ক্লাবে ঢুকে পড়ার দিকে এগিয়ে চলেছে। দেশের বক্সঅফিসে এই ঘটনা ঘটে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। Sacnilk.com-এর পরিসংখ্যান বলছে, মুক্তির পরে চতুর্থ দিনে, অর্থাৎ সোমবার ২৮ অগস্ট এটি ৪ কোটি টাকার মতো ব্যবসা করেছে। ছবিটি যে বাজেটে বানানো, তাতে এই অঙ্ক মোটেই খারাপ নয় বলে মনে করছেন অনেকেই।
(আরও পড়ুন: ‘গদর ২’-কে কড়া টক্কর ‘ড্রিম গার্ল ২’-র! আয়ুষ্মান-অনন্যার ছবির ৩ দিনের আয় কত?)
এখনও পর্যন্ত কত টাকা আয় করেছে এই ছবি? বক্সঅফিস রেকর্ড থেকে Sacnilk.com-এর পরিসংখ্যান এই সম্পর্কে জানিয়েছে। কী বলা হয়েছে সেখানে? এই Sacnilk.com জানিয়েছে, মুক্তির প্রথম দিন, অর্থাৎ গত শুক্রবার এই ছবি ১০.৬৯ কোটি টাকা রোজগার করেছিল। তার পরের দিন, অর্থাৎ শনিবার এটি ১৪.০২ কোটি টাকা রোজগার করে। রবিবারে আগের দু’দিনের রেকর্ড পেরিয়ে যায় এই ছবির ব্যবসা। সেদিন সব মিলিয়ে প্রায় ১৬ কোটি টাকার ব্যবসা করেছেন আয়ুষ্মান এবং অনন্যার ছবিটি। চতুর্থ দিনে, অর্থাৎ সোমবারে এসে তা কিছুটা কমে গিয়েছে। এদিন মোটামুটি ৪.৭০ কোটি টাকার ব্যবসা হয়েছে। তাই সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪৫.৪১ কোটি টাকার মতো ব্যবসা করেছে এই ছবি। এমনই মনে করা হচ্ছে। সেই কারণেই অনেকের মত, আস্তে আস্তে হলেও এই ছবি এবার ৫০ কোটির ক্লাবে ঢুকে পড়তে পারবে।