দেব ব্যোমকেশ বক্সী হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বাংলার দর্শকদের মধ্যে তুমুল আলোচনা। ১১ অগস্ট মুক্তি পাচ্ছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। এই সিনেমায় সত্য়বতীর চরিত্রে দেখা যাবে দেব-বান্ধবী রুক্মিণী মৈত্রকে। আর অজিত হচ্ছেন অম্বরীশ ভট্টাচার্য। বিরসা দাশগুপ্তের পরিচালনায় এই সিনেমার কাজ এখন চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এর আগে উত্তম কুমার, যীশু সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, অনির্বাণ ভট্টাচার্যকে ব্যোমকেশের চরিত্রে দেখেছেন বাঙালি। হিন্দিতে ব্যোমকেশ হয়েছেন সুশান্ত সিং রাজপুতও। দেবকে সেই ভূমিকায় কতটা মানায় তা দেখার জন্যই মুখিয়ে রয়েছে বাঙালি। একের পর এক সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন দেব। যাতে রয়েছেন টনিক থেকে প্রজাপতি-র মতো সিনেমা। তবে ব্যোমকেশের সাফল্যের রাস্তাটা এতটাও সহজ হবে না। স্বাধীনতা দিবসের প্রক্কালে আরও চারটি বিগ বাজেটের বলিউড ছবি মুক্তির কথা রয়েছে। থাকছেন তাতে এ লিস্টার তারকারা যেমন রণবীর কাপুর, অক্ষয় কুমার, সানি দেওল, রজনীকান্ত। শুধু যে হল পাওয়া নিয়ে সমস্যা হবে তা নয়, টিকিট বিক্রিতেও টান পড়তে পারে বলেই ভয় করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। গত বছর একের পর এক ফ্লপ দিয়েছেন অক্ষয় কুমার। চলতি বছরেও ইমরান হাসমির সঙ্গে ‘সেলফি’ এসেছে তাঁর। সেটাও সেভাবে ছাপ ফেলেনি বক্সঅফিসে। তাই এই লড়াই অক্ষয়ের জন্যও খুব বড় হবে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় আপকামিং ছবির পোস্টার আপলোড করে তিনি লেখেন, 'আমরা আসছি। আপনারাও আসুন। ১১ অগাস্ট দেখা হবে থিয়েটারে।' শেয়ার করা পোস্টারে মহাদেবের সাজে দেখা গিয়েছে খিলাড়ি কুমারকে। ওএমজি সুপারহিট হয়েছিল বক্স অফিসে। ২০২১ সালের অক্টোবর মাসে অক্ষয় কুমার জানিয়েছিলেন, আসছে ওএমজি ২। সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’- ও মুক্তি পাচ্ছে একই দিনে। একসময়ের সুপার হিট সিনেমার সিক্যুয়েল, হিট জুটির খেল আবার জমবে বলেই বিশ্বাস চলচ্চিত্র সমালোচকদের। একসঙ্গে মুক্তি পাবে ‘অ্যানিমাল’ও। রণবীর কপুর এবং রশ্মিকা মন্দনা অভিনীত সিনেমাটি নিয়েও কম হাইপ নেই নেটপাড়ায়। একইসঙ্গে টক্কর হবে রজনীকান্তের ‘জেলার’-এর। এই অ্যাকশন ড্রামাটির জন্য অনেকেই অপেক্ষা করে আছেন। ছবিতে রয়েছেন তামান্না ভাটিয়াও। ক্যামিওতে রয়েছে দক্ষিণের সুপারস্টার নায়ক মোহনলাল। (এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)