ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ারের পুরস্কার পেলেন অভিনেতা চিরঞ্জীবী। ৫৩তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে এই বিশেষ সম্মান জানানো হয়। পুরস্কার পাওয়ার পর অভিনেতা এই বিষয়ে বলেন তিনি কখনই অভিনয় ছাড়বেন না। আজীবন তিনি অভিনয় করে যাবেন কারণ তিনি তেলেগু ছবির ভক্তদের ভালোবাসার দাস।চিরঞ্জীবী তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি ভক্তদেরও ধন্যবাদ জানান প্রায় এক দশক অভিনয় জগৎ থেকে ছুটি নিতে দেওয়ার জন্য। তিনি বলেন, ' আমি আইএফএফআই এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সম্মান এবং এই সুন্দর পুরস্কারটি দেওয়ার জন্য। কিছু সম্মান ভীষণ বিশেষ হয়, আর তেমনই একটা হল এই পুরস্কার। আমি একটি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। আমার আজ যা নাম, খ্যাতি, সুযোগ, সুবিধা রয়েছে সবটাই আমার ভক্তদের জন্য, তাঁদের ভালোবাসার জন্যই আমি। আমার সব কিছুই ফিল্ম ইন্ডাস্ট্রির। আমার বাবা মা আমার নাম দিয়েছিল কোনিডেলা শিবা শঙ্করা বড় প্রসাদ। কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রি আমার নতুন নামকরণ করল, চিরঞ্জীবী।'তিনি আরও জানান, রাজনীতিতে মনোনিবেশ করার জন্য তিনি প্রায় এক দশক অভিনয় থেকে ছুটি নিয়েছিলেন, কিন্তু তবুও তাঁর ভক্তরা তাঁকে একই রকমভাবে ভালোবেসে গিয়েছে, ভোলেনি। তিনি বলেন, 'দেখতে দেখতে সিনেমার জগতে ৪৫ বছর কাটিয়ে ফেললাম। এই সাড়ে চার দশকের মধ্যে এক দশক আমি রাজনীতিকে দিয়েছি। কিন্তু কিছু কারণবশত আমাকে আবার এই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ফিরে আসতে হল। আমি যখন ভাবছি আমার এই ফেরত আসা দর্শকরা কেমন ভাবে নেবে তখন দেখলাম তারা আমায় একই রকম ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলল। আগে তারা যেমন আমায় ভালোবাসত, সেই একই রকম বরং তাঁর দ্বিগুণ ভালোবাসা পেয়েছিলাম ওদের থেকে। আমি আমার ভক্তদের কাছে শপথ করছি আমি আর কখনই ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড় যাব না।' অভিনেতা তাঁর বক্তব্যে আরও বলেন, 'আমি আমার অভিনয় জীবন আজীবন চালিয়ে যাব। কখনও অভিনয় থামাব না। আমি যে তেলেগু ছবির ভক্তদের ভালোবাসার দাস।'চিরঞ্জীবীকে শেষবার তেলেগু ছবি গড ফাদারে দেখা গিয়েছিল। তাঁর আগামী ছবি ওয়ালটায়ার ভিরায়া শীঘ্রই মুক্তি পেতে চলেছে।