বাংলা নিউজ > বায়োস্কোপ > Kapoor Family: রয়েছে রক্তের সম্পর্ক! সাওয়ারিয়া-র আগে রণবীরকে চিনতেনও না ভাই জাহান, কেন জানেন?
অভিনয় তাঁর রক্তে। কিংবদন্তি তারকা শশী কাপুরের পৌত্র জাহান কাপুর। বলিউডের ‘ফার্স্ট ফ্যামিলি’র এই প্রজন্মের তারকা। ফারাজ এবং ব্ল্যাক ওয়ারেন্টে জাহানের অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। কিংবদন্তি শশী কাপুরের নাতির প্রশংসায় পঞ্চমুখ সবাই। রণবীর কাপুর, কারিনা কাপুর এবং কারিশ্মা কাপুরের কাজিন ব্রাদার অর্থাৎ খুড়তুতো ভাই জাহান। তবে অভিনেতা সম্প্রতি ফাঁস করেছেন কাপুর পরিবার থেকে দূরেই বড় হয়েছেন তিনি। শৈশবে বা কৈশোরে বিখ্যাত দাদা-দিদিদের সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন তিনি। আরও পড়ুন-তৃতীয়বার বিয়ের পিঁড়িতে ৫৯-এর আমির? রহস্যময়ীর সঙ্গে আলাপ করালেন পরিবারের