
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বুধবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৮ বছর। বড় পর্দার পর ছোট পর্দাতে নতুন করে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।
অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর কিছুতেই মানতে পারছেন না ভাস্বর চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকেই কান্না পাচ্ছে তাঁর। ভিড় করে আসছে পুরনো স্মৃতি। এ দিন প্রয়াত অভিনেতার সঙ্গে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে স্মৃতিচারণায় ভাস্কর। তরুণ মজুমদারের পরিচালনায় ‘আলো’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘কিন্নরদল’ অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। ২০০৩ সালে মুক্তি প্রাপ্ত এই ছবি সুপারহিট হয়েছিল।
শ্যুটিং শুরুর আগে পরিচালক তরুণ মজুমদারের কাছে গল্প শোনা, বিভিন্ন দৃশ্যের মহড়া দেওয়া পুরনো সমস্ত স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে ভাস্করের। ‘আলো’র পর ‘রাজমহল’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেছিলেন অভিষেক ও ভাস্বর। এক দৃশ্য়ে ভাস্করকে চড় মারার কথা ছিল অভিষেকের।
ভাস্কর লিখেছেন, ‘আলোর পর যখন রাজমহল করলাম তখন একটা চড় মারার সিন ছিল, টেকের পর তুমি বলেছিলে বাবু তোর লাগেনি তো। এই অঙ্গভঙ্গি ভোলার নয়। সাই বাবার ভক্ত ছিলে তো তাই বাবা তার সন্তান কে কাছে টেনে নিল বোধহয়।’
বুধবার শ্যুটিংয়ের মাঝে অসুস্থ বোধ করেন অভিষেক চট্টোপাধ্যায়। কাজ করতে পারেননি। চ্যানেলের লোকেরাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। বাড়ির লোকের হাজার অনুরোধেও হাসপাতাল যেতে চাননি। বাড়িতেই অক্সিজেন আনা হয়। ওষুধ দেওয়া হয়। মাঝ রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ফেরার দেশে চলে যান অভিনেতা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports