বেঙ্গালুরুর অনুষ্ঠানে জনৈক শ্রোতার বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে সমস্যায় জড়িয়ে যান সোনু নিগম। অনুষ্ঠানে গায়ককে কন্নড় ভাষায় গান করার কথা বলতেই তিনি মেজাজ হারিয়ে ফেলেন। গান থামিয়ে মঞ্চ থেকেই ওই নির্দিষ্ট দর্শককে ধমক দিতে গিয়ে টেনে আনেন পহেলগাঁও প্রসঙ্গ। এখানেই শুরু হয় সমস্যা।
বেঙ্গালুরুর কনসার্টে গায়কের এই মন্তব্য শোনার পরেই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় কর্নাটক হাইকোর্টে। কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের তরফ থেকে ঘোষণা করা হয়, গায়কের সঙ্গে কোনও কাজ করবে না তারা। গায়কের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার পাশাপাশি একটি কন্নড় ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয় সোনুর গান।
আরও পড়ুন: সি সেকশনের বদলে নরম্যাল ডেলিভারির সিদ্ধান্ত! মেয়ে আথিয়াকে নিয়ে গর্বিত সুনীল, বললেন...
আরও পড়ুন: অপেক্ষার অবসান! প্রকাশ্যে এল ধামাল ৪ মুক্তির দিন, কবে আসছে অজয়-রীতেশদের ছবি?
এরমধ্যেই রবিবার সোনুর মুম্বইয়ের বাড়িতে গিয়েছিলেন বেঙ্গালুরু পুলিশের একটি দল। জানা গিয়েছে, কর্ণাটক হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গায়কের সঙ্গে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে। শুধু তাই নয়, গায়কের বয়ান নাকি রেকর্ড করাও হয়েছে। তবে এই মুহূর্তে গায়কের বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ নেওয়া যাবে না বলেই জানানো হয়েছে কোর্টের তরফ থেকে।
আরও পড়ুন: বলি সেলিব্রিটিদের এমন ৭ চুম্বন মুহূর্ত, যা এক সময় তৈরি করেছিল বিতর্ক
প্রসঙ্গত, বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে গান গাইতে গাইতে আচমকাই এক যুবক কন্নড় ভাষায় গান গাইতে বলেন। গান থামিয়ে সোনু বলেন, ব্যাপারটা আমার একেবারেই ভালো লাগলো না। এই যুবকের যা বয়স তার থেকে বেশি সময় ধরে আমি গান গাইছি। কন্নড় ভাষাকে আমি ভীষণ ভালোবাসি, তবে শুধু এই ভাষাতেই গান গাইতে হবে এই জোর আমায় কেউ করতে পারে না। ঠিক এই ভাবেই ঘটে যায় পহেলগাঁও ঘটনার মতো দুর্ঘটনাগুলি।