গত ১৪ মার্চ বয়সজনিত অসুস্থতার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়। খবর ছড়িয়ে পড়তেই বলিউডে নেমে আসে শোকের ছায়া। কাকার মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন কাজল। বন্ধুর পাশে দাঁড়ানোর জন্য আলিবাগ থেকে ছুটে আসেন রণবীর।
মঙ্গলবার মুম্বইয়ে নিজের বাসভবনে বাবার স্মরণে একটি প্রার্থনা সভার আয়োজন করেছিলেন অয়ন মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর থেকে ভিকি কৌশল সহ বলিউডের একাধিক নামি দামি তারকারা। ছিল পাপারাৎজিদের আনাগোনা। তবে এই দিন ছবিশিকারীদের হাত জোড় করে ছবি না তোলার জন্য অনুরোধ করেন অয়ন।
আরও পড়ুন: পরিবারের সকলকে নিয়ে ইফতার পার্টি পরীমনির, সত্যিই কি রোজ রোজা রাখছেন?
আরও পড়ুন: ২৫ বছর পর সিনেমার পর্দায় রাতুল শঙ্কর, কার বিপরীতে অভিনয় করবেন তিনি?
অয়ন অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হয়ে থাকা আলোকচিত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে আজ কাউকে জোর করবেন না ছবি তোলার জন্য। ছবি তুলুন, যদি ছবি ভালো না আসে তাহলে সত্যিই আজ কিছু করার নেই। তবে কাউকে জোড়াজুড়ি করবেন না।’
আলোকচিত্রীরা ভেতরে ঢোকার অনুমতি চাইলে অয়ন না বলে বলেন, ‘আজকের দিনের জন্য আমায় ক্ষমা করুন। আপনারাও আমার দিকটা একটু বোঝার চেষ্টা করুন। আমরাও আপনার দিকটা বুঝব। আপনাদের পরে আমাদের তরফ থেকে ছবি দিয়ে দেওয়া হবে।’
অয়ন আরও বলেন, ‘আপনারা সবাই মিলে যদি ভেতরে যান তাহলে ওই হট্টগোল হবে। এটা তো দূর্গাপুজোর অনুষ্ঠান নয়। ভীষণ ব্যক্তিগত একটি অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আমার জন্য একেবারে আলাদা। আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন।’
আরও পড়ুন: 'অমিতাভের সঙ্গে ঝামেলাই…', সাইন করিয়েও কেন রেখাকে ছবি থেকে বাদ দেন রঞ্জিত?
আরও পড়ুন: ‘নাদানিয়া’-য় অভিনয় করে কটাক্ষের শিকার ইব্রাহিম, সামাল দিতে কোন গান ধরলেন করণ?
অয়ন পাপারাৎজিদের সঙ্গে যে বিনম্র ভাবে কথা বলেন, তা দেখে সত্যি মুগ্ধ হয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। তবে শোকের পরিবেশে যেভাবে ছবিশিকারীরা ভিড় করে দাঁড়ান, তা যে একেবারেই উচিত নয়, সেটাও জানাতে ভোলেন না তাঁরা।