Sara Ali Khan wished fans on Maha Shivaratri: মহাশিবরাত্রিতে শিব-বন্দনার ছবি দিয়ে রোষের মুখে সারা, উঠল ধর্ম নিয়ে প্রশ্ন। কট্টরপন্থীদের অভিযোগের কোনও জবাব দেননি সইফ-কন্যা।
ট্রোলের মুখে সারা
বলিউডের আজকের প্রজন্মের নায়িকাদের চেয়ে বরাবরই অন্যরকম সারা আলি খান। পতৌদির নবাব পরিবারের এই মেয়ে সইফ-অমৃতার ডিভোর্সের পর মায়ের কাছেই বড় হয়েছেন। সইফ কন্যা জন্মসূত্রে মুসলিম হলেও মায়ের সান্নিধ্যে হিন্দু ধর্মের প্রতিও তাঁর টান রয়েছে। ‘কেদারনাথ’ ছবির হাত ধরে বলিউড সফর শুরু করা সারা বাস্তবেও শিব-ভক্ত। কাশী বিশ্বনাথ ধাম, কামাখ্যা মন্দির, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির, কেদারনাথ সহ বহু তীর্থক্ষেত্রে ঘুরে বেড়ান সারা।
প্রতি বছরই শিবরাত্রির দিন ভক্তিভরে শিব-পুজো করেন সারা। এবারও তার ব্যতিক্রম হল না। এদিনও সোশ্যাল মিডিয়ায় মহাশিবরাত্রির শুভেচ্ছা ভাগ করে নেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় শিব মন্দির দর্শনের একগুচ্ছ ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন সারা। প্রত্যেক ছবিতেই সালোয়ার কামিজে সেজেছেন সারা। তাঁর স্নিগ্ধ রূপ মুগ্ধ করবে, নো-মেক লুকেও ঝলমল করছেন অভিনেত্রী।
তবে এই পোস্টের জেরে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় কট্টরপন্থীদের আক্রমণের মুখে অভিনেত্রী। সারার ধর্ম নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কেউ কেউ সোজা বলে বসেন, ‘হয় মুসলিম হও, নয় হিন্দু, একসাথে দুটো ধর্ম কীভাবে পালন করবে?’ কেউ লেখেন, ‘তোমার তো জাহান্নমে জায়গা হবে’। একজন লেখেন, ‘ইসলাম কখনও কাফিরদের ক্ষমা করে না’। অনেকে তাঁকে প্রশ্ন করেছেন, ‘তুমি কি মুসলিম হিসাবে নিজের পরিচয় দিতে লজ্জা পাও?'
প্রশ্নের মুখে সারা
যদিও সোশ্যাল মিডিয়ার বড় একটা অংশ সারার সর্বধর্ম সমন্বয়ের বার্তার প্রশংসা করেছেন। যাঁরা সারাকে ধর্ম নিয়ে কটাক্ষ করছে তাঁদেরই সমালোচনা করেছেন সেই সকল নেট-নাগরিকরা। কট্টরপন্থীদের অভিযোগ নিয়ে অবশ্য সারা কোনওদিনই মুখ খোলেননি।
সারাকে আগামিতে দেখা যাবে বিক্রান্ত মেসির বিপরীতে ‘গ্যাসলাইট’ ছবিতে। এছাড়াও ভিকি কৌশলের সঙ্গে একটি ছবিতে কাজ করছেন অভিনেত্রী। তাঁর ঝুলিতে রয়েছে ‘ইয়ে ওয়াতান, মেরে ওয়াতান’-এর মতো প্রোজেক্ট।