রবিবার গোটা দেশের মানুষের মুখে চওড়া হাসি এনে দিয়েছে রোহিত শর্মা অ্যান্ড টিম। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে রীতিমতো আনন্দে মজেছিল টিম ইন্ডিয়ার প্লেয়াররা। এমনকী, মাঠে সেই আনন্দ ভাগ করে নিতে দেখা যায় তাঁদের পরিবারকেও। ইতিমধ্যেই শামির মায়ের পায়ে হাত দিয়ে বিরাটের প্রণাম, অনুষ্কা-বিরাটের মিষ্টি মুহূর্ত, পরিবারের সঙ্গে রোহিত শর্মার ফোটো তোলার মতো একাধিক মুহূর্ত ভাইরাল সোশ্যালে। এবার দেখা গেল, রোহিতকে জড়িয়ে ধরে, শুভেচ্ছা জানাচ্ছেন অনুষ্কা শর্মা।
এক্স (পূর্বের টুইটারে)-এ শেয়ার হওয়া একটি পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘অনুষ্কা শর্মা জড়িয়ে ধরল রোহিতকে, শুভেচ্ছা জানাল। কী সুন্দর মুহূর্ত #ChampionsTrophy2025।’
আরও পড়ুন: রবিবার ফাইনালের ম্যাচে ‘চর্চিত প্রেমিকা’র সঙ্গে চাহাল! ধনশ্রী ইনস্টায় লিখলেন, ‘ভগবান আছেন…’
ছবিতে দেখা গেল, অনুষ্কা আনন্দের চোটে জড়িয়ে ধরেছেন রোহিত শর্মাকে। পাশে দাঁড়িয়ে স্ত্রী রিতিকা সাজদেহ, ও মেয়ে সামাইরা। যদিও তাঁদের একরত্তি ছেলেকে এদিন মাঠে দেখা যায়নি। দেখুন সেই ছবি-
আরও পড়ুন: ভারত জিততেই দৌড়ে নেমে স্বামীকে জড়িয়ে ধরলেন, বিরাটের চুলও ঠিক করে দেন অনুষ্কা
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় কম কটাক্ষে পড়েননি ক্যাপ্টেন। তাঁর ওজন নিয়ে রীতিমতো বডিশেমিং করা হয়েছিল রোহিতকে। যা করেছিলেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। সঙ্গে আবার যোগ দিয়েছিলেন সৌগত রায়। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন রোহিত।
রবিবারের ম্যাচে অনুষ্কাকে দেখা গেল ডেনিম শর্টস আর ডেনিম শার্টে। গোটা ম্যাচ চোখেমুখে টেনশন ধরা পড়েছিল কোহলি পত্নীর। ভারত ট্রফি জিততেই, মাঠে নেমে আসেন বিরাট পত্নী। জাপটে জড়িয়ে ধরেন স্বামীকে। সেইসময় স্ত্রীর হাতে জলের বোতল তুলে দিতেও দেখা যায় বিরাটকে। এরপর স্ত্রীর কাঁধে হাত রেখে জয়ের মুহূর্তটি একসঙ্গে সেলিব্রেট করেন তারকা ক্রিকেটার। ভালোবাসায় ভরিয়ে দেন অভিনেত্রী তাঁর ক্রিকেটার স্বামীকে। আবার কখনও বিরাটের চুল ঠিক করে দিতে দেখা যায় তাঁর যত্নবান স্ত্রীকে।
আরও পড়ুন: ‘আমাকে সরাতে চেয়েছিল, বন্দুক নিয়ে বাড়ির বাইরে…’!ডিভোর্স-চর্চার মাঝে বিস্ফোরক দাবি গোবিন্দার
এরপর ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব রক্ষার লড়াইয়ে নামবে ২০২৯ সালে। কারণ, পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে চার বছর পরে। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য, এর পরে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। অর্থাৎ ভারতীয় দল খেতাব রক্ষার লড়াইয়ে নামবে ঘরের মাঠে। তাই কিছুটা হলেও অতিরিক্ত সুবিধা তো থাকছেই।