
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শীতের এক নির্ঝঞ্ঝাট বিকেল। বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছেন অমিতাভ বচ্চন। হাসিমুখে লাটাই ধরে রশ্মিকা মন্দনা। দু'জনের চোখেমুখেই নির্মল আনন্দ।
না, বাস্তবের অবসর যাপন নয়। বিকাশ বহেল পরিচালিত 'গুডবাই' ছবির নতুন পোস্টারে দেখা গেল এমন দৃশ্য। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন রশ্মিকা।
ছবিটির পোস্টার ইনস্টাগ্রামে দিয়ে অমিতাভ লিখেছেন, 'পরিবারের সঙ্গই জীবনের সম্পদ। যখন পাশে কেউ থাকে না, তখন পরিবারের উপস্থিতিই অনুভূত হয়।'
রশ্মিকাও সেই একই পোস্টার ইনস্টাগ্রামে লিখেছেন, 'আমি আর আমার বাবা আপনার পরিবারের সঙ্গে দেখা করতে আসছি, আগামী ৭ অক্টোবর।'
(আরও পড়ুন: 'কেন জবাবদিহি করব', রশ্মিকা মন্দনার সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করতেই বিজয় দেবেরাকোন্ডার জবাব এল তেড়েফুঁড়ে)
দুই তারকার পোস্ট থেকেই স্পষ্ট যে ছবিটি পরিবারকেন্দ্রিক। অমিতাভ এবং রশ্মিকার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন নীনা গুপ্ত, পাভেল গুলাটি, সুনীল গ্রোভার। ছবিটির সহ-প্রযোজনা করছেন একতা কাপুর। সঙ্গীত পরিচালনার দায়িত্বে অমিত ত্রিবেদী। ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে
'গুডবাই'।
(আরও পড়ুন: কুর্তা-পাজামায় সাদামাটা রণবীর, রশ্মিকার লাল শাড়ি, অ্যানিমেলের শ্যুটের ছবি ফাঁস)
ছবিটি নিয়ে পাভেল এক সাক্ষাৎকারে বলেন, 'পরিবারকে নিয়ে দেখার মতো একটি ছবি। ড্রামা আর কমেডি, দুটোই আছে। ট্রেলার মুক্তির অপেক্ষায় রয়েছি।'
'গুড বাই' ছাড়াও অমিতাভের হাতে আছে সুরজ বরজাতিয়ার 'উঁচাই'। আপাতত 'কৌন বনেগা ক্রোড়পতি'র শ্যুট নিয়ে তিনি ব্যস্ত। দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হিয়েছিলেন অমিতাভ। তবে এখন তিনি সুস্থ। কাজ নিয়ে ব্যস্ত।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports