নুসরত জাহানের সঙ্গে যশ দাশগুপ্তের প্রেমটা এখন টলিগঞ্জে ওপেন সিক্রেট। এসওএস কলকাতার সেটে যশ-নুসরতের ঘনিষ্ঠতায় চোখ আটকেছিল অনেকেরই, তবে ‘বিবাহিত’ নুসরত জাহানের সঙ্গে পুরোনো বন্ধু যশের যে অন্যরকম সম্পর্ক তৈরি হতে পারে তা ঘুণাক্ষরেও বুঝে উঠতে পারেননি অনেকেই। এরপর সময় যতো এগিয়েছে ততোই গাঢ় হয়েছে এই জুটির রসায়ন। গত ডিসেম্বরে যশকে সঙ্গে নিয়ে রাজস্থানে ঘুরতে যান নুসরত। আর তারপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘যশরত’ জুটি।
নিখিলের সঙ্গে বিয়েকে অবৈধ ঘোষণা করেছেন নুসরত। নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনেও শিলমোহর পড়েছে গত সপ্তাহেই। যদিও নুসরতের অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি ‘স্বাধীনচেতা’ নুসরত।
এর মাঝেই ইনস্টাগ্রাম পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন যশ। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি উদ্ধৃতি পোস্ট করেন, লেখেন- গতকাল ইতিহাস, আগামিকাল রহস্য, কিন্তু আজের দিনটা হল উপহার। সেই কারণেই সেটাকে প্রেসেন্ট বলা হয়'।

অতীত ভুলে, ভবিষ্যতের ভাবনা এড়িয়ে বর্তমানকে ঘিরেই বেঁচে থাকতে চাইছেন যশ তা স্পষ্ট। আর সেই বর্তমান জুড়ে রয়েছেন নুসরত তাও কারুর অজানা নয়।
পাশাপাশি ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগীদের উদ্দেশে যশের বার্তা- ‘আমার ভাবনায় আমি নীল রঙ লাগাব….’। এই পোস্টের কমেন্ট বক্সে স্যান্ডি সাহার কমেন্ট ঘিরে রীতিমতো শোরগোল। এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লেখেন- ‘তোমার বাইসেপে মাথা দিয়ে ঘুমতো চাওয়া আমার মন’।
এমনিতে ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই ভালোবাসেন যশ। ভাঙা বিয়ে, সন্তান থেকে দীর্ঘদিন এক নামী প্রযোজনা সংস্থার ক্রিয়েটিভ প্রোডিউসারের সঙ্গে প্রেম, কোনও কিছুই নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে দেখা যায়নি যশকে। স্বাভাবিকভাবে নুসরত জাহানের সঙ্গে প্রেম, এবং নায়িকার প্রেগন্যান্সি নিয়ে এখনও একটা শব্দও খরচ করেননি তিনি। যদিও অনুরাগীরা কিন্তু বারবার দাবি জানাচ্ছেন, গোটা বিষয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করুক যশ।