বাংলা নিউজ > বায়োস্কোপ > Sourav Das on KKR win: 'টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে না পাঠিয়ে বেঙ্গলকে পাঠানো হোক', KKR-এর জয়ের পর সৌরভ
এক দশক পর শাহরুখ খানের হাতে উঠল আইপিএল ট্রফি। কলকাতা নাইট রাইডার্সের IPL জয়ের আনন্দে মাতোয়ারা তিলোত্তমা। সদ্য সমাপ্ত আইপিএলে যোগ্যতম দল হিসাবে শিরোপা জিতলেন শ্রেয়স আইয়ার-সুনীল নারানরা। সোশ্যাল মিডিয়া আবেগে বানভাসি। কেউ কেউ তো এমনটাও বলছেন সান রাইজার্স হায়দরাবাদকে বধ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হারের জ্বালা (প্য়াট কামিন্স যেহেতু অধিনায়ক) খানিকটা লাঘব করেছেন শ্রেয়সরা। আরও পড়ুন-কেকেআর জিততেই ছেলেমেয়েদের জড়িয়ে কান্না শাহরুখের! ‘এবার খুশি তো?’ বাবাকে বলল সুহানা