মধ্যরাত থেকে শুরু জন্মদিন সেলিব্রেশন। ঘড়ির কাটা বারোটা বাজতেই পরিবারের সঙ্গে ঘরোয়া ভাবে জন্মদিন উদযাপনে মেতে উঠেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সারা ঘর বেলুন ফেস্টুনে সাজানো। টেবিলের উপর রাখা কেক। বার্থ ডে গার্লকে ঘিরে রয়েছেন পরিবারের সদস্যরা। ‘হ্যাপি বার্থ ডে’ গানের তালে তালে কেকে ছুড়ি বসালেন অভিনেত্রী।
জন্মদিনে ধবধবে সাদার মধ্যে ফুল ছাপ কুর্তি পরে খুব সাধারণ লুকে ধরা দেন অপরাজিতা আঢ্য। মুখে উজ্জ্বল হাসি। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল মর্মে, শান্ত তোমার ছন্দ।’ ২১ ফেব্রুয়ারিই কলকাতায় ফিরে এসেছেন অপরাজিতা। কোয়ম্বত্তূরে গিয়েছিলেন। সদগুরুর আশ্রম বেশ কয়েকটা দিন সুন্দর সময় কাটিয়ে ফিরেছেন। আরও পড়ুন: সঙ্গীত অনুষ্ঠানে কিয়ারার সঙ্গে তুমুল নাচ সিদ্ধার্থের, নতুন ছবিতে মুগ্ধ নেটপাড়া
দেখুন অপরাজিতার জন্মদিনের ছবি-