শেষকৃত্য সম্পন্ন হল কোরিওগ্রাফার সরোজ খানের। মুম্বইয়ের মালাডে একটি কবরস্থানে সকাল সাতটা নাগাদ তাঁকে শায়িত করা হয়েছে। প্রবাদপ্রতিম কোরিওগ্রাফারের মেয়ে সুকিনা খান সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘সকাল সাতটা নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তিনদিন পর একটি শোকসভা করা হবে।’হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার গভীর রাতে সরোজ খানের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭১। কোরিওগ্রাফারের ভাইপো মণীশ জাগওয়ানি সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে উনি রাত আড়াইটে নাগাদ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।’ পরিবার সূত্রে খবর, শুক্রবার মুম্বইয়ের মালাডে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ২০ জুন কোরিওগ্রাফারকে বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেখানে তাঁর বাধ্যতামূলক করোনা পরীক্ষা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ এসেছিল। তখন জানা গিয়েছিল, শিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁকে কয়েকদিনের মধ্যে ছেড়ে দেওয়ার কথাও বলা হয়েছিল বলে জানিয়েছিল সংবাদসংস্থা পিটিআই।উল্লেখ্য, চার দশকের বেশি সময় ধরে ২,০০০-র বেশি গানে কোরিওগ্রাফি করেছেন সরোজ। 'দেবদাস'-এ 'দোলা রে দোলা', 'তেজাব'-এর 'এক দো তিন', 'জব উই মেট'-এর 'ইয়ে ইশক হ্যা'-র মতো গানে কোরিওগ্রাফি করেছেন। তিনবার জাতীয় পুরস্কারও পেয়েছেন। তবে দীর্ঘদিন তিনি বলিউডের সিনেমায় কাজ করেননি। শেষ কাজ করেছিলেন করণ জোহর প্রয়োজিত ‘কলঙ্ক’-এ।