সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ির প্রয়াণে শোকাহত অভিনেতা অমিতাভ বচ্চন। বিগ বি জানিয়েছেন, দশকের পর দশক ধরে নিজের গানের মাধ্যমে সকলের মন জয় করেছেন তিনি। এখন তাঁর গান সকলে স্মরণ করে। মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি। নিজের ব্লগে বিগ বি লিখেছেন, তিনি শুনে বিস্মৃত হয়ে গিয়েছিলেন। ‘বাপ্পি লাহিড়ি। সংগীত পরিচালকের অসামান্য প্রয়াণ.. মর্মাহত ও বিস্মিত, আমি শোকাহত। আমার সিনেমায় তাঁর যে গানগুলি রয়েছে সেগুলি চিরন্তন বেঁচে থাকবে। সেগুলি এই আধুনিক প্রজন্মের সময়ে আকুলতা এবং আনন্দের সঙ্গে গুনগুন করে গাওয়া হয়’। অমিতাভ লেখান, বাপ্পির একটি অসাধারণ ‘সাফল্যের অনুভূতি’ ছিল। মুম্বই ফেরার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাঁদের একে অপরের সঙ্গে কথোপকথনের কথা স্মরণ করেন তিনি। লেখেন, ‘আপনার এই ছবিটি খুব সফল হতে চলেছে এবং আমি যে গানটি দিয়েছিলাম তা যুগ যুগ ধরে মনে থাকবে। সে ঠিকই বলেছিল। ধীরে ধীরে সবাই এক এক করে আমাদের ছেড়ে চলে যাচ্ছে’। মঙ্গলবার রাতেই জীবনকে 'আলবিদা' জানিয়েছেন বাপ্পিদা। চিরঘুমের দেশে আচমকাই চলে গেলেন ‘ডিস্কো কিং’। বয়স হয়েছিল ৬৯ বছর। মুম্বইয়ের জুহুর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।