বিজেপিতে যোগ দিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। মঙ্গলবার বৈদ্যবাটিতে বিজেপির একটি জনসভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। গত ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে বাবুল সুপ্রিয়র বিরোধিতায় তা ভেস্তে যায়। মঙ্গলবার অবশেষে বিজেপিতে যোগদান করলেন তিনি। জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। এদিন বিজেপিতে যোগ দিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘আজ থেকে আমার মনের ভাবনা স্বাধীনভাবে বলার সুযোগ পাবো। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করতে চাই না। বিগত কয়েক বছর ধরে মনে ভাবনা প্রকাশ করার সুযোগ ছিল না। অনেক অভিজ্ঞতা মানুষকে বলার সুযোগ ছিল না’।জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপিতে যোগদান করিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আমরা বাংলায় পরিবর্তন করতে চেয়েছিলাম। জিতেনবাবু দলে এসে সেই পরিবর্তনে শরিক হলেন। উনি বলেছেন মনের কথা বলতে পারতেন না। মঞ্চে জয় শ্রী রাম বলতে পারতেন না। মনে মনে বলতেন।’জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদান নিয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘উনি গত ১ মাস ধরে আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন। আসানসোলের উন্নয়নে উনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছেন। উনি আসানসোলের বড় নেতা। আমি ওনাকে স্বাগত জানাই।’