ভোটপর্ব একেবারে মধ্য়গগনে। প্রচন্ড গরমের মধ্যে চূড়ান্ত প্রচার চলছে। তবে তার মধ্য়েই এবার মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে পড়ল নিখোঁজ পোস্টার। ইংরেজবাজার শহর জুড়ে এই ধরনের পোস্টার পড়েছে। কিন্তু কারা এই ধরনের পোস্টার দিল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। এদিকে এই পোস্টারকে ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে। তারা অবশ্য এই ধরনের পোস্টারের জন্য তৃণমূলকেই দুষছে। তাদের দাবি তৃণমূলই এই পোস্টার দিয়েছে। তাদের আর কিছু করার নেই। সেকারণে তারা এই ধরনের পোস্টার দিচ্ছে। শ্রীরূপা মিত্র চৌধুরী বিভিন্ন জায়গায় প্রচার করছেন। আর তাকে কালিমালিপ্ত করার জন্য় এসব করছেন তারা। এদিকে কারা এই ধরনের পোস্টার দিয়েছে সেটা পরিস্কার নয়। তবে সুযোগ বুঝে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপির প্রার্থীকে নিয়ে অনেকের অনেক রকম অভিযোগ রয়েছে। হয়তো তারই বহিঃপ্রকাশ হয়েছে এবার। তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, গত ২ বছর শ্রীরূপা মিত্র চৌধুরীকে এলাকায় দেখা যায়নি। এখন তিনি আচমকা হাজির হয়েছেন এলাকায়। বিভিন্ন রেস্তরাঁতে ঘুরে তিনি প্রচার করছেন বলে খবর। আর এই যে দীর্ঘদিন ধরে তিনি এলাকায় না থাকার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরেই হয়তো পোস্টার পড়ছে। তবে এবারই প্রথম নয়, শ্রীরূপা মিত্র চৌধুরীক বিরুদ্ধে এর আগেও এলাকায় না থাকার অভিযোগ উঠেছিল। আর ভোটের মুখে সেই অভিযোগ তুলে ফের বিজেপিকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে তৃণমূল। এমনটাই অভিযোগ উঠছে এবার।