শেষমুহূর্তে গিয়ে নয়, বরং সময় হাতে নিয়েই কর্ণাটকে প্রস্তুতি শুরু করলেন নরেন্দ্র মোদী। ভোটের ঢের আগেই নির্বাচনের বাদ্যিতে বাজিয়ে দিলেন। সরাসরি কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী দাবি করলেন, এই মুহূর্তে মোদীর ‘কবর খোঁড়ার কাজে’ ব্যস্ত আছে শতাব্দীপ্রাচীন দল কংগ্রেস। সেখানে গরিবের উন্নয়নে ব্যস্ত আছেন মোদী।
আগামী ২৪ মে কর্ণাটক বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের জন্য এখনও দু'মাস আছে। বিধানসভা ভোটের নির্ঘণ্টও ঘোষণা হয়নি। তবে ইতিমধ্যে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। একাধিকবার এসেছেন স্বয়ং মোদী। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরই শুধুমাত্র ছ'বার কর্ণাটকে এসেছেন প্রধানমন্ত্রী। ষষ্ঠবারের সফরে রবিবার দুটি জনসভা করেন।
রবিবার কর্ণাটকের হুব্বালি থেকে মোদী বলেন, ‘কংগ্রেস এবং সহযোগী (দলগুলি) কী করছে? মোদীর কবর খোঁড়ার স্বপ্ন দেখছে কংগ্রেস। মোদীর কবর খুঁড়তে ব্যস্ত হয়ে পড়েছে কংগ্রেস। আর মোদী বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে তৈরির কাজে ব্যস্ত আছে। কংগ্রেস মোদীর কবর খুঁড়তে ব্যস্ত আছে আর মোদী গরিবের জীবন সহজ করার চেষ্টায় ব্যস্ত আছে।’
আরও পড়ুন: Viral pics of Bengaluru-Mysuru Expressway: ৭৫ মিনিটে বেঙ্গালুরু থেকে যাওয়া যাবে মাইসোরে, নয়া এক্সপ্রেসওয়ের উদ্বোধন মোদীর
রাহুলকে খোঁচা মোদীর
ভারতের গণতন্ত্র নিয়ে লন্ডনে রাহুল যে কথা বলেছিলেন, তা নিয়ে রবিবার ঘুরিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস সাংসদকে আক্রমণ শানান মোদী। তিনি দাবি করেন, বিশ্বের কোনও শক্তি ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যকে ধ্বংস করতে পারবে না। বরং লন্ডনে রাহুল যে বক্তব্য পেশ করেছিলেন, তাতে দ্বাদশ শতকের সমাজ সংস্কারক বাসবেশ্বরার অপমান হয়েছে।
মোদীর কথায়, 'লন্ডনে শ্রী বাসবেশ্বরার মূর্তি আছে। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সেই লন্ডন থেকেই ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ভারতের গণতন্ত্রের যে মূল আছে, সেটিকে আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে লালন-পালন করেছি। ভারতের যে গণতান্ত্রিক ঐতিহ্য আছে, তা বিশ্বের কোনও শক্তি ধ্বংস করতে পারবে না।'
আরও পড়ুন: Longest Railway Station: বিশ্বের দীর্ঘতম রেল স্টেশনের উদ্বোধন মোদীর, কর্ণাটকের বুকে এই প্রকল্পে ব্যয় হল কত কোটি?
উল্লেখ্য, লন্ডনে রাহুল বলেছিলেন, 'আমাদের (সংসদে) যে মাইকগুলি আছে, সেগুলি অকেজো নয়। সেগুলি কাজ করে। কিন্তু আপনি সেগুলি চালু করতে পারবেন না। আমি যখন কথা বলি, তখন একাধিকবার এই ঘটনা ঘটেছে (অর্থাৎ মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে)।'