প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে নজিরবিহীন আক্রমণ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মোদীকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছেন। কর্ণাটকের ভোট প্রচারে গিয়ে এভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী একজন বিষাক্ত সাপের মতো। আপনি বুঝতে পারবেন না এতে বিষ আছে নাকি নেই। কিন্তু আপনি যদি একবার ছুঁয়ে ফেলেন তবে আপনি শেষ ।এদিকে খোদ প্রধানমন্ত্রীকে নিশানা করে এই বক্তব্যের জেরে স্বাভাবিকভাবেই মারাত্মক শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। এদিকে এর আগে খোদ রাহুল গান্ধী মোদীর পদবিকে ঘিরে আপত্তিকর কথা বলেছিলেন। এবার প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে সেই পথে হাঁটলেন। স্বাভাবিকভাবে এনিয়ে ভোটমুখী কর্ণাটকের হাওয়া গরম করে দিয়েছে।তবে পরে মল্লিকার্জুন খাড়গের নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন এটা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেননি। তিনি জানিয়েছেন, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য় করে বলিনি। আমি যেটা বলতে চেয়েছি যে বিজেপির আদর্শ অনেকটা সাপের মতো। আমি প্রধানমন্ত্রী মোদীকে ব্যক্তিগত আক্রমণ করতে চাইনি। আমি বলতে চেয়েছি যে তাদের আদর্শ হল সাপের মতো। আপনি যদি তাদের স্পর্শ করার চেষ্টা করেন তবে আপনার মৃত্যু নিশ্চিত।এদিকে বিজেপি খাড়গের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিজেপির দাবি এর আগে সোনিয়া গান্ধী বলেছিলেন মৃত্যুর ব্যবসায়ী। তবে এদিন মল্লিকার্জুন যা বলেছেন তা তার থেকেও ভয়ঙ্কর ও কুরুচিপূর্ণ।কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, কংগ্রেস মল্লিকার্জুন খাড়গেকে দলের সভাপতি বানিয়েছেন। কিন্তু কেউই তাকে এনিয়ে পাত্তা দেন না। সেকারণেই তিনি এমন মন্তব্য করতে চেয়েছেন যেটা সোনিয়া গান্ধীর মন্তব্যের থেকেও ভয়ঙ্কর হতে পারে।কেন্দ্রীয় মন্ত্রী শোভা কড়নলাজে এই মন্তব্যের জন্য মল্লিকার্জুনের কাছ থেকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, মল্লিকার্জুন খাড়গে একজন সিনিয়র লিডার। তিনি কংগ্রেসের সভাপতি। কিন্তু তিনি গোটা বিশ্বকে ঠিক কী বোঝাতে চাইলেন? নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী। গোটা বিশ্ব তাঁকে শ্রদ্ধা করেন। কংগ্রেস কতটা নীচে নামতে পারে এই ভাষাই তার প্রমাণ। খাড়গেকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে।