Sensitive Booths in WB Panchayat Poll: পঞ্চায়েত নির্ঘণ্ট থেকেই হিংসা, সেই দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে কটা স্পর্শকাতর বুথ?
2 মিনিটে পড়ুন Updated: 04 Jul 2023, 08:07 AM ISTকমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যের মোট ৪ হাজার ৮৩৪টি বুথকে 'স্পর্শকাতর' হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংখ্যার নিরিখে রাজ্যের মধ্যে সর্বোচ্চ স্পর্শকাতর বুথ রয়েছে মুর্শিদাবাদে। তারপরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। তবে শতাংশের নিরিখে দেখা যাচ্ছে স্পর্শকাতর বুথের তালিকায় ১০ নম্বরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা।
পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট বাজার পর থেকেই দক্ষিণ ২৪ পরগনা বারবার হিংসার সাক্ষী থেকেছে