Yashasvi Jaiswal quit Mumbai and move to Goa: ভারতীয় দলের টেস্ট ওপেনার যশস্বী জসওয়াল মুম্বই ছেড়ে গোয়া দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, ২০২৫-২৬ মরশুমে গোয়া দলের অধিনায়কত্ব করবেন যশস্বী জসওয়াল। জানা যাচ্ছে শীঘ্রই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) চেয়ে আবেদন করবেন যশস্বী জসওয়াল।
২৩ বছর বয়সি জসওয়াল জানুয়ারি ২০১৯ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছত্তিশগড়ের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। মুম্বইয়ের হয়ে ৩৬ ম্যাচ খেলে তিনি ৩৭১২ প্রথম-শ্রেণির রান করেছেন, যার মধ্যে ১২টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরি রয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী মুম্বই ছেড়ে গোয়া দলে যোগ দিতে চলেছেন যশস্বী জসওয়াল।
এক সূত্র জানিয়েছেন, ‘হ্যাঁ, জসওয়াল গোয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি শীঘ্রই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে গোয়ায় স্থানান্তরের জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) চেয়ে আবেদন করবেন।’ এক চমকপ্রদ প্রতিভাকে পাওয়ার পরে এটা মুম্বই ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন … IPL 2025: একটা কিট নিয়ে এসেছিলাম, ভাবতেই পারিনি PBKS-এর হয়ে অভিষেক করব: নেহাল ওয়াধেরার অবিশ্বাস্য কাহিনি
উত্তরপ্রদেশের ভাদোহি গ্রামে জন্ম হলেও মুম্বইয়ের সঙ্গে জসওয়ালের গভীর আবেগঘন সম্পর্ক রয়েছে। এখানেই তিনি ক্রিকেট কেরিয়ার গড়ে তুলেছেন। একসময় তিনি আজাদ ময়দানের মুসলিম ইউনাইটেড এসসি ক্লাবের তাঁবুতে রাত কাটাতেন এবং জীবিকা নির্বাহের জন্য সন্ধ্যায় ফুচকা বিক্রি করতেন। পরে তার শৈশবের কোচ তথা মেন্টর জোয়ালা সিং তাকে নিজের সন্তাক্রুজের বাড়িতে আশ্রয় দেন।
তিনি প্রথম নজর কাড়েন রিজভি স্প্রিংফিল্ড স্কুলের হয়ে হ্যারিস শিল্ড অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে বড় বড় ইনিংস খেলে। এরপর তিনি মুম্বই অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলে দুর্দান্ত পারফরম্যান্স করেন এবং পরবর্তীতে মুম্বই সিনিয়র দলে সুযোগ পান যশস্বী জসওয়াল।
ভারতীয় দলের ব্যস্ত সূচির কারণে, তিনি গত রঞ্জি ট্রফি মরশুমে মুম্বইয়ের হয়ে মাত্র একটিমাত্র ম্যাচ খেলতে পেরেছিলেন। সেই ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ৪ ও ২৬ রান করেছিলেন। এই ম্যাচটি মুম্বই দল পাঁচ উইকেটে হেরে গিয়েছিল।
বর্তমানে, আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন জসওয়াল। সেখানে তিনি নিজের ফর্মের সঙ্গে লড়াই করছেন। তিন ম্যাচে তিনি মাত্র ৩৪ রান করেছেন (গড়: ১১.৩৩, স্ট্রাইক রেট: ১০৬.২৫)। তবে, ২০২৪-২৫ বর্ডার-গাভাসকর ট্রফিতে তিনি ভারতের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। ওই সিরিজে তিনি ৫ টেস্টে ৩৯১ রান করেছিলেন (গড়: ৪৩.৪৪), যেখানে একটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরি ছিল। তবে এরপরেও ঘরোয়া ক্রিকেটে রাজ্য বদলানোর কারণ এখনও সেভাবে সামনে আসেনি। এখন দেখার যশস্বী জসওয়ালকে আটকাতে মুম্বই ক্রিকেট সংস্থা কী করে? তবে কয়েক দিন আগে সচিন তেন্ডুলকরের পুত্রও মুম্বই ছেড়ে গোয়াতে চলে গিয়েছিলেন। এবার সেই পথেই পা দিলেন যশস্বী জসওয়াল।