২৩ ফেব্রুয়ারি থেকে মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ শুরু হতে চলেছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং গত বছরের ফাইনালিস্ট দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে।
মহিলা প্রিমিয়ার লিগের সব ম্যাচই বেঙ্গালুরু এবং দিল্লিতে অনুষ্ঠিত হবে। আর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যথাক্রমে ১৫ এবং ১৭ মার্চ এলিমিনেটর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।
এবারের ডব্লিউপিএলে মোট ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে টেবল-টপাররা সরাসরি ফাইনালে উঠবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী এলিমিনেটরের ম্যাচ খেলবে।
আরও পড়ুন: ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য ভারতীয় এ দলে রিঙ্কু সিং, টেস্টে কি শীঘ্রই অভিষেক হতে চলেছে?
ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স উদ্বোধনী মহিলা প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসকে সাত উইকেটে হারিয়েছিল।
এই সংস্করণে কাশভি গৌতম এবং বৃন্দা দিনেশের মতো কিছু আকর্ষণীয় প্রতিভা দেখতে পাবেন, যাঁদের গত মাসে ডব্লিউপিএলের মিনি-নিলামে কেনা হয়েছে। মোট ১৬৫ জন খেলোয়াড়ের মধ্যে নিলামে ৩০জনকে বিভিন্ন দল কিনে নিয়েছিল।
আরও পড়ুন: অধিনায়ক হিসেবে রোহিতের সামনে বেদী, গাভাসকর এবং পতৌদি- একসঙ্গে তিন কিংবদন্তির রেকর্ড ভাঙার বড় হাতছানি