শুভব্রত মুখার্জি: আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। এই স্কোয়াডের অন্যতম সদস্য বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। সদ্য সমাপ্ত এশিয়া কাপেও ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। তবে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়ে ছিটকে যান তিনি।
এরপরেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মুখোমুখি হয়েছে ভারতীয় দল। সেখানেই অক্ষর পরিবর্তে খেলার সুযোগ পেয়েছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বল হাতে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন তিনি। তার পরেই জোরালো হয়েছে ভারতীয় বিশ্বকাপের দলে তাঁর অন্তর্ভুক্তির দাবি। তবে প্রাক্তন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করেন ভালো পারফরম্যান্স করার পরেও অক্ষরের জায়গায় বিশ্বকাপ দলে অশ্বিন সুযোগ পাবেন না।
দুইবারের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল ভারত আয়োজন করছে এইবারের বিশ্বকাপের। ৮ অক্টোবর অভিযান শুরু হচ্ছে ভারতীয় দলের।প্রথম ম্যাচেই ভারত মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ার। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে ভারতীয় দল। অজিদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। এখনও ২৭ অক্টোবর পর্যন্ত ভারতের হাতে সময় রয়েছে তাদের বিশ্বকাপের দলে পরিবর্তন আনার।
অক্ষর প্যাটেল চোট সারিয়ে আদৌ খেলতে পারেন, নাকি অশ্বিন শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ঢুকে পড়েন, তা দেখতে মুখিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট সমর্থকরা। এই বিষয়টি নিয়েই স্টার স্পোর্টসে মুখ খুলেছেন ফিঞ্চ। আর তাঁর মতে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে অশ্বিনের কোন জায়গা তিনি অন্ততপক্ষে দেখছেন না।
ফিঞ্চ জানিয়েছেন, 'আমার মনে হয় প্রথম ১৫-তে ঢুকতে অশ্বিনকে বেশ কষ্ট করতে হবে। একজন ক্রিকেটার, যে এত বছর ধরে খেলে চলেছে, তাঁর অভিজ্ঞতার একটা আলাদা দাম রয়েছে ঠিকই। আমি মনে করি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে অশ্বিন বেশ ভালো বল করেছে। অনেক নতুন নতুন স্কিলের প্রদর্শনও করেছে। ওর থেকে নিশ্চই ওর দল অনেক কিছু শিখেছে। অশ্বিন বড় ম্যাচের ক্রিকেটার। ওর গোটা ক্রিকেট কেরিয়ার জুড়ে ও গুরুত্বপূর্ণ টেস্ট, ওয়ান ডে বা টি-২০'তে ভালো ফল করেছে। আমি অবাক হব না যদি ওকে বিশ্বকাপের ভারতীয় দলে মেন্টর হিসেবে নেওয়া হয়। তবে আমি মনে করি না প্রথম ১৫ জনের স্কোয়াডে ওকে রাখা হবে।'