গতকাল ইডেনে পাকিস্তান–বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচকে কেন্দ্র করে তুমুল উন্মাদনা ছিল। সেই ম্যাচ চলাকালীন তৈরি হল অন্য বিতর্ক। তাতে ইজরায়েল–হামাস যুদ্ধের আঁচ এসে পড়ল। ক্রিকেট বিশ্বকাপ চলাকালীনই স্টেডিয়ামে প্যালেস্তাইনের পতাকা দেখিয়ে স্লোগান দেওয়ার অভিযোগ উঠল চার দর্শকের বিরুদ্ধে। এই ঘটনায় ওই চারজনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ইডেনে ঢোকার গেটেও তাঁদের হাতে প্যালেস্তাইনের পতাকা দেখা যায়।
আরও পড়ুন: ইজরায়েল প্যালেস্তাইন সংঘাত নিয়ে পোস্ট, সন্ত্রাসবাদকে সমর্থন করায় গ্রেফতার মডেল
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চারজন ইডেনে পাকিস্তান– বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখতে এসে বেশ কয়েকবার প্যালেস্তাইনের পতাকা তুলে ধরেন। প্রথমে কর্তব্যরত পুলিশকর্মীরা দর্শকের ভিড়ে বিষয়টি বুঝতে পারেননি। পরে বিষয়টি তাদের নজরে আসতেই ওই চারজনকে আটক করে ময়দান থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ঝাড়খণ্ডের বাসিন্দা, একজন কলকাতার একবালপুর এবং অপরজন হাওড়ার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে দুজনকে ছয় নম্বর গেটের কাছ থেকে প্যালেস্তাইনের পতাকা-সহ আটক করা হয়েছে। অন্যদিকে, বাকি দু'জনকে জি-১ ব্লক থেকে আটক করা হয়েছে। কলকাতা পুলিশ তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, ওই চারজনের বয়স ২০ বছরের আশেপাশে। তাঁরা ইজরায়েল-হামাস যুদ্ধে ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য পাকিস্তান– বাংলাদেশের ম্যাচকে বেছে নিয়েছিলেন।