ভারতের কাছে বিশ্বকাপ ২০২৩-এর প্রথম লিগ ম্যাচে অস্ট্রেলিয়া পরাজিত হওয়ার পরেও অজি সংবাদমাধ্যমে বিশেষ উচ্চবাচ্য দেখা যায়নি। এমনকি যতক্ষণ না পর্যন্ত অস্ট্রেলিয়ার সেমিফাইনালের টিকিট নিশ্চিত হচ্ছে, আগ্রাসন দেখানোর সাহস পায়নি তারা। তবে বিশ্বকাপ ফাইনালে ভারতকে পরাজিত করার পরেই দাঁত-নখ বার করা শুরু করে ওদেশের সংবাদমাধ্যম। বিষয়টা কতটা ন্যক্করজনক পর্যায়ে পৌঁছয়, বোঝা যায় সাম্প্রতিক একটি ঘটনার দিকে তাকালেই।
উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে অবমাননাকর সোশ্যাল মিডিয়া পোস্টের বিরধিতা করার বদলে রোহিত-কোহলিদের পক্ষে অপমানজনক কর্মকাণ্ডে ইন্ধন জোগান অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা। সেই দলে রয়েছেন অজি দলনায়ক প্যাট কামিন্সও। দোসর হিসেবে তাতে যোগ দেন গ্লেন ম্যাক্সওয়েল।
The Betoota Advocate সোশ্যাল মিডিয়ায় একটি অসম্মানজনক ছবি পোস্ট করে। ট্র্যাভিস হেড ১১ জন সন্তানের জন্ম দিয়েছেন এমন ছবিতে সদ্যজাতদের মুখগুলির উপর ভারতীয় ক্রিকেটারদের মুখ বসিয়ে দেওয়া হয়। সঙ্গে লেখা হয় যে, সাউথ অস্ট্রেলিয়ার এক ব্যক্তি ১১ জন সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন।'
আরও পড়ুন:- Suryakumar's Reaction: প্রশ্ন শুনেই মুখ দিয়ে বেরিয়ে গেল, ‘আরে বাপ রে!’ সূর্যকুমারের মজাদার প্রতিক্রিয়ার ভিডিয়ো দেখুন
সেই ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সে চোখ রাখতেই ক্ষোভ বাড়তে থাকে ক্রিকেটপ্রেমীদের। কেননা, অজি দলনায়ক প্যাট কামিন্স ও অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল হাসির ইমোজি পোস্ট করে বিষয়টিতে মজা পেয়েছেন বুঝিয়ে দেন। একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক কীভাবে এমন অসম্মানজনক সোশ্যাল মিডিয়া পোস্টকে সমর্থন করতে পারেন, সেটা ভেবেই অবাক ক্রিকেটপ্রেমীরা। যদিও পরে কামিন্স সোশ্যাল মিডিয়া পোস্টটি আনলাইক করে বিকর্ত থেকে হাত ধুয়ে ফেলার চেষ্টা করেন বলেও খবর। এছাড়া অ্যারন ফিঞ্চের মতো অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কও এমন কুরুচিকর পোস্টে লাইক করেন।
আরও পড়ুন:- IPL 2024: টিম ইন্ডিয়ার হটসিট ছেড়ে আইপিএলের আঙিনায় ফিরতে পারেন দ্রাবিড়, কোন দলে যোগ দেওয়ার সম্ভাবনা বেশি?
যদিও বিশ্বকাপ জয়ের পরে অজি ক্রিকেটারদের খারাপ আচরণ এই প্রথম নয়। বরং আমদাবাদের সাজঘর থেকেই সেটা শুরু হয়ে যায়। সাজঘরে বিশ্বকাপের ট্রফির উপরে পা রেখে মিচেল মার্শের ছবি তোলা নিয়ে ক্ষুব্ধ দেখায় ক্রিকেটপ্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় বিস্তর সমালোচনা হয় মার্শের আচরণের। মহম্মদ শামির মতো ভারতীয় তারকাও মার্শের আচরণে ব্যথিত হয়েছেন বলে মন্তব্য করেন। এবার প্যাট কামিন্সদের আচরণ ক্ষোভের জন্ম দিল ভারতীয় সমর্থকদের মধ্যে।
ভারতীয় ক্রিকেট দলের প্রতি পাকিস্তান ও বাংলাদেশের আক্রোশ অতি পরিচিত ঘটনা। তবে অস্ট্রেলিয়া সুযোগ পেলে কতটা নীচে নামতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ পাওয়া গেল এবার।