আগামী ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। উল্লেখযোগ্য বিষয় হল, সেদিন আবার বিরাট কোহলির জন্মদিন। স্বাভাবিক ভাবেই ৫ নভেম্বরের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ আলাদা গুরুত্ব রয়েছে। ইতিমধ্যেই সেই ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছে। গত কয়েক দিন আগে ফের একবার অনলাইনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট ছাড়া হয়। সেই টিকিটও মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়। এই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে যে উন্মাদনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
এই ম্যাচকে ঘিরে একাধিক পরিকল্পনা নিয়েছে সিএবি। সব ঠিকঠাক থাকলে এই ম্য়াচে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই তাঁকে আমন্ত্রন পত্র পাঠিয়েছেন স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়রা। সিএবি সূত্রে খবর, অমিত শাহ নাকি এই ম্যাচে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতিও জানিয়েছেন। তবে সিএবির পক্ষ থেকে এখনই এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এছাড়া এই ম্যাচে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন পাঠানো হয় অভিনেতা অমিতাভ বচ্চনকে। যদিও তিনি অসুস্থতার জন্য থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।
৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন, তাই ইডেনে আসা সমর্থকদের জন্য বিশেষ মুখোশ দেওয়া হবে। সেই মুখোশটিতে বিরাটের ছবি থাকবে। প্রায় ৬৬ হাজার দর্শক বিরাটের মুখোশ পরে প্রাক্তন ভারত অধিনায়কের ৩৫ তম জন্মদিন পালন করবেন। বিশ্বকাপে আইসিসির একাধিক নিষেধাজ্ঞা রয়েছে। ফলে যদি সম্মতি মেলে তাহলে মাঠের মধ্যেই বিরাট কোহলিকে দিয়ে জন্মদিনের কেক কাটাতে পারে সিএবি। যদিও এই সব কিছুই এখনও জল্পনার স্তরেই রয়েছে। যদি একান্তই আইসিসির সম্মতি তারা না পায়, সেক্ষেত্রে জায়ান্ট স্ক্রিনে কেক কাটার মুহূর্তে দেখানো হতে পারে।
এছাড়াও ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচের আগে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করছে সিএবি। যেখানে পারফরম্য়ান্স করবেন বলিউডের প্রখ্যাত গায়িকা শিল্পা রাও। যিনি সম্প্রতি বেশ কয়েকটি হিট ছবিতে গান করেছেন। তাঁর বেশ কয়েকটি গান এই মুহূর্তে বেশ জনপ্রিয়তা লাভ করছে। স্বাভাবিক ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচকে ঘিরে এখন দম ফেলার সময় নেই সিএবি কর্তাদের। নতুন ভাবে সেজে ওঠা ইডেন এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ আয়োজন করেছে। মঙ্গলবার ইডেনের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ এবং পাকিস্তান। এই দুই দলই পরপর হেরে ব্যাকফুটে। ফলে এই দুই দলের ম্য়াচের থেকেও এখন রোহিত-বাভুমাদের ম্যাচ নিয়ে ভাবনা-চিন্তায় সিএবি কর্তারা।