শুভব্রত মুখার্জি: গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এক চরিত্র গ্লেন ম্যাক্সওয়েল। আক্রমণাত্মক চরিত্রের ব্যাটার ম্যাক্সি। ভক্তদের কাছে তিনি ম্যাড ম্যাক্স নামেই পরিচিত। পাশাপাশি অফ স্পিন বোলিংটাও মন্দ করেন না। অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেট দলের হয়ে জিতেছেন দু'-দু'টি বিশ্বকাপ। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ জয় হোক কিংবা ২০২৩ ওডিআই বিশ্বকাপ জয়, দলের জন্য সব সময়েই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। সেই গ্লেন ম্যাক্সওয়েলকে চিনতেই পারলেন না ক্রিকেট ভক্ত এক চিনা ড্রাইভার! তিনি চিনতে পারেননি অজি দলের বর্তমান স্পিন বোলিং তারকা অ্যাডাম জাম্পাকেও। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়োটি যদিও নতুন কোন ভিডিয়ো নয়। আট বছর আগেকার ২০১৬ সালের একটি ভিডিয়ো, যা সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: শেষ ওভারে ম্যাথিউজকে ঠেঙিয়ে ২৪রান নিল জিম্বাবোয়ে, ৪ উইকেটে রোমহর্ষক জয় সিকান্দার রাজার দলের
বলা যায়, ভিডিয়োটি বেশ মজার। যেখানে মজার বাক্যলাপে মেতে উঠতে দেখা যায় ওই গাড়ি চালক, গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পাকে। গাড়ি চলাকালীন ম্যাক্সওয়েল গাড়িচালককে প্রশ্ন করেন, ‘আপনি কি ক্রিকেট সম্বন্ধে কিছু জানেন?’ জবাবে গাড়িচালক জানান, তিনি ক্রিকেটকে খুব ভালোবাসেন এবং এটাই তাঁর প্রিয় খেলা। তখনও গাড়ি চালকের কোনও ধারণাই ছিল না যে, তাঁর গাড়িতেই বসে রয়েছেন বিশ্বকাপজয়ী দুই তারকা অজি ক্রিকেটার!
আরও পড়ুন: এমন কোন গুণ ধোনি, কোহলি, সচিনের নেই কিন্তু তাঁর আছে, নিজের মুখেই জানালেন সৌরভ
এর পর ভিডিয়োতে দেখা যায়, গাড়িচালক প্রশ্ন করছেন, ‘আপনারা কোথা থেকে এসেছেন?’ উত্তরে ম্যাক্সওয়েল জানিয়েছেন, ‘আমরা অস্ট্রেলিয়ার মেলোবোর্ন থেকে এসেছি।’ জবাবে গাড়িচালক ফের বলেন, ‘অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। ওরা দারুণ ক্রিকেট খেলে। রিকি পন্টিং অধিনায়ক থাকার সময়ে অস্ট্রেলিয়া খুব ভালো দল ছিল।’ এর জবাবে ম্যাক্সওয়েল একটু মজা করেই বলেন, ‘আমরা এখনও ভালো দল।’ এর পর ম্যাক্সওয়েল ফের প্রশ্ন করেন, ‘আপনি ডেভিড ওয়ার্নারকে চেনেন?’ জবাবে গাড়ির চালক জানান, ‘হ্যাঁ চিনি। ডেভিড ওয়ার্নার খুব ভালো ক্রিকেটার। পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েলও ভালো খেলেন।’
এই সময়েই গাড়ি চালক পিছনের দিকে ঘাড় ঘোরান। গাড়ির পিছনে বসে থাকা দুই ক্রিকেটারের দিকে ঘাড় ঘুরিয়ে বিস্ময়ের সঙ্গে বলেন, ‘আপনিই ম্যাক্সওয়েল!’ জবাবে ম্যাক্সওয়েল জানান, ‘হ্যাঁ আমিই ম্যাক্সওয়েল।’ তখন কিছুটা লজ্জা পেয়ে যান গাড়ি চালক। কিছুটা অপ্রস্তুত হয়েই ওই গাড়ির চালক বলেন ‘সরি! ক্ষমা করে দেবেন। আপনাকে চিনতেই পারিনি!’
প্রসঙ্গত, মজার এই ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালে অস্ট্রেলিয়ার-ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলতে যাওয়ার আগে আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছিল অজি দল। সেখানেই গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পার সঙ্গে এই মজার ঘটনা ঘটেছিল। সেই ভিডিয়োই আট বছর বাদে ফের একবার ভাইরাল হয়ে গিয়েছে।