পার্টিতে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের মদ্যপান এবং অসুস্থ হয়ে যাওয়া ঘটনায় এবার মুখ খুললেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এক সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন যে এই ঘটনার বিষয় একমাত্র সঠিক জবাব দিতে পারবে ম্যাক্সওয়েল নিজেই। এখানেই শেষ নয়, অজি পিঞ্চ হিটারকে একহাত নিয়ে তিনি আরও দাবি করেন যে সকলেরই অধিকার রয়েছে নিজেদের মতো করে চলার এবং সিদ্ধান্ত নেওয়ার, কিন্তু দিনের শেষে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখাটাও জরুরি।
গত শুক্রবার, অর্থাৎ ১৯ জানুয়ারি একটি পার্টিতে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেখানে এক পাব ব্যান্ড সিক্স এন্ড আউটের পারফরম্যান্স চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। অতিরিক্ত মদ্যপান করার জন্য এই অবস্থা হয়েছিল বলে প্রথমে মনে করা হচ্ছিল। এমনকী এই ঘটনার তদন্তে নামে ক্রিকেট অস্ট্রেলিয়াও। যদিও গ্লেনের ম্যানেজার বেন টিপেট দাবি করেছেন যে ম্যাক্সওয়েল এই ঘটনার জন্য লজ্জিত। পাশাপাশি তিনি আরও দাবি করেছেন যে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে কোনও রকমের কোনও তদন্ত করা হচ্ছে না এই বিষয়ে।
তবে এই ঘটনা নিয়ে এবার এক সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন যে এই ঘটনাকে ঘিরে সমস্ত জবাব একমাত্র গ্লেন ম্যাক্সওয়েলই দিতে পারবে। প্যাট বলেন, 'দেখুন এই প্রশ্নটা আপনার গ্লেনকে করা উচিত। একমাত্র ওই পুরো ঘটনার বর্ণনা দিতে পারবে আপনাদের। আমি কনসার্ট দেখার জন্য গিয়েছিলাম ঠিকই, কিন্তু অনেক আগে বেরিয়ে যাই। আমি জানতাম ম্যাক্সি এলাকায় এসেছে কিন্তু ওর সাথে দেখা করিনি।'
এরপরই একপ্রকার কটাক্ষের সুরে প্যাট বললেন যে সকলেরই অধিকার আছে নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার, তবে সেটা সম্পূর্ণ দায়িত্ব সেই ব্যক্তিরই নেওয়া উচিত। তিনি বললেন, 'দেখুন আমরা সকলেই প্রাপ্তবয়স্ক মানুষ। সুতরাং আমাদের সবার অধিকার আছে নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার। রইল কথা এই ঘটনার তাহলে আমি এটাই বলবো যে এই মুহূর্তে ম্যাক্সি আমাদের সাথে দলে নেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। ওই ইভেন্ট ওর কাছে একটি ব্যক্তিগত ইভেন্ট ছিল। তাই এই ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমি বলবো। তবে হ্যাঁ, এর সাথে এটাও বলবো যে কেউ যখন কোনও সিদ্ধান্ত নেয়, তখন সেটার সম্পূর্ণ দায়িত্ব তাঁর নিজেরই নেওয়া উচিত।'