শুভব্রত মুখার্জি:- চলতি বছরের শেষ দিকেই বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা মেয়েদের টি-২০ বিশ্বকাপের। এর মধ্যেই বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বদলে গিয়েছে। দেশে বেশ অশান্ত অবস্থা বর্তমান।অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে দেশে। তবে দেশের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এখনও স্বাভাবিক হয়নি।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনও নিশ্চিত নয় যে বাংলাদেশে মেয়েদের টি-২০ বিশ্বকাপের আসর বসবে কি না। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বেশ কিছুটা সময় চাওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও যে এই বিশ্বকাপ আয়োজনে রাজি নয়, তা তারা স্পষ্ট করে দিয়েছে।
যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একান্তই এই বিশ্বকাপ আয়োজন করতে না পারে তাহলে সম্ভাব্য আয়োজক হিসেবে নাম উঠে আসছে আরব আমিরশাহির। ইতিমধ্যেই নাকি আইসিসির তরফে আরব আমিরশাহিকে এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
চলতি বছরের মে মাসেই আইসিসির তরফে এই টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছিল। ৩ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে এই বিশ্বকাপের। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। ওয়ার্ম আপ ম্যাচগুলো শুরু হওয়ার কথা রয়েছে ২৭ সেপ্টেম্বর থেকে। অর্থাৎ হাতে আর মাত্র এক মাসের কিছুটা বেশি সময় রয়েছে। এই সময়ে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোনদিকে যাচ্ছে তার উপর নজর রাখছে আইসিসি।
আইসিসির অন্দরমহলের খবর এই মাসের মধ্যেই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে আয়োজক দেশের বিষয়ে। ঘটনাচক্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবিতে এই মুহূর্তে অচলাবস্থা চলছে। তাদের সভাপতি নাজমুল হাসান পাপন এই মুহূর্তে আদৌও দেশে রয়েছেন না বাইরে রয়েছেন তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে বিসিবির কাজকর্মও ব্যহত হচ্ছে।
দুবাই, আবুধাবিকে এই বিষয়ে তৈরি থাকতে বলা হয়েছে। ঘটনাচক্রে পুরুষদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করার অভিজ্ঞতাও রয়েছে তাদের। আইসিসি সূত্রে খবর ২০ অগস্টে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। তাদের ডিরেক্টরদের একটি অনলাইন মিটিং এই দিনকেই ধার্য করা হয়েছে। এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
যদিও এই মিটিংয়ের এজেন্ডা একেবারেই অন্য রয়েছে। বিসিবি সূত্রে খবর তারা আইসিসির কাছে পাঁচ দিন সময় চেয়েছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। এই বিষয়ে ১৫ অগস্ট আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে বিসিবির অনুরোধ মেনে নিয়ে তাদেরকে আপাতত কয়েকটা দিন সময় দিয়েছে আইসিসি।