স্টার স্পোর্টসের বেছে নেওয়া বর্ষসেরা টেস্ট দল থেকে বিরাট কোহলি বাদ পড়ায় বেজায় চটে ক্রিকেটপ্রেমীরা। এমনকি ইরফান পাঠানের মতো টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাও মেনে নিতে পারছেন না কোহলির বর্ষসেরা একাদশে জায়গা না হওয়া।
২০২৩ সালের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ব্যাটিং অর্ডার ও কম্বিনেশন অনুযায়ী বর্ষসেরা টেস্ট দল বেছে নেয় স্টার স্পোর্টস। সেই দলে তিনজন ভারতীয় ক্রিকেটার জায়গা পেলেও নাম নেই কোহলির। অস্ট্রেলিয়ার উসমান খোয়াজার সঙ্গে ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।
ব্যাটিং অর্ডারের তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। চার নম্বরে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। পাঁচে রয়েছেন অজি তারকা ট্র্যাভিস হেড। ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টোকে রাখা হয়েছে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে।
সাতে রয়েছেন ভারতের স্পিনার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। আট নম্বরে জায়গা পেয়েছেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৯, ১০ ও ১১ নম্বরে রয়েছেন তিন বিশেষজ্ঞ পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও স্টুয়ার্ট ব্রড। যদিও তিন পেসারেরই ব্যাটের হাত নিতান্ত মন্দ নয়।
আরও পড়ুন:- বেদম পিটুনি খেয়ে বদভ্যাস বদলায় কোহলির, ছেলেবেলার অজানা গল্প শোনালেন বিরাট নিজেই
ইরফান পাঠান কোহলির বাদ পড়াকে নিতান্ত হতাশাজনক আখ্যা দেন। কেননা ২০২৩ সালে টেস্টে বিরাটের ব্যাটিং গড় প্রায় ৫৫। নেটিজেনদের একাংশের দাবি, কোহলিকে ছাড়া ২০২৩-এর বর্ষসেরা টেস্ট দল হতে পারে না। কেউ কেউ আবার স্টার স্পোর্টসের ভোটাভুটিতে কোহলির এগিয়ে থাকার ছবি তুলে ধরেও বিস্ময় প্রকাশ করেন বিরাট বাদ পড়ায়।
উল্লেখ্য, কোহলি সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংস মিলিয়ে ২০২৩ সালে ৮টি টেস্টের ১১টি ইনিংসে ব্যাট করেছেন। ৫৪.০৯ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৫৯৫ রান। ২০২৩ সালে বিরাট টেস্টে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন। তিনি ৫২.০১ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন। এবছর টেস্টে কোহলির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৮৬ রানের।
স্টার স্পোর্টসের বেছে নেওয়া বর্ষসেরা টেস্ট দলে ভারতের ৩ জন, অস্ট্রেলিয়ার ৪ জন, ইংল্যান্ডের ৩ জন ও নিউজিল্যান্ডের ১ জন ক্রিকেটার রয়েছেন। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ও ওয়েস্ট ইন্ডিজের কোনও ক্রিকেটার জায়গা পাননি এই দলে।
স্টার স্পোর্টসের বেছে নেওয়া বর্ষসেরা টেস্ট দল:-
উসমান খোয়াজা (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), রবীন্দ্র জাদেজা (ভারত), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ও স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)।