রাজস্থানের শেষ ওভারে ওঠে ২৫ রান। প্রথম পাঁচ বলের মধ্যে তিনটি চার এবং দু'টি ছক্কা হাঁকিয়েছেন রিয়ান পরাগ। আর ২০ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর পৌঁছে যায় ৫ উইকেটে ১৮৫ রানে। ৪৫ বলে ঝোড়ো ৮৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রিয়ান নিজে। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ছ'টি ছক্কায়।