শুভব্রত মুখার্জি: ভারতীয় দলের হয়ে একটা সময়ে নিয়মিত খেলেছেন তিনি। দেশে হোক কিংবা বিদেশে ভারতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটেই সমান ভাবে সফলতার সঙ্গে খেলেছেন পেসার ইশান্ত শর্মা। দেশের হয়ে ১০০টি টেস্ট ম্যাচও খেলেছেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপাতত ভারতীয় দল থেকে বাদ পড়েছেন ইশান্ত। তবে খেলার প্রতি তাঁর আকর্ষণ এখনও অটুটু। এবার ঘরোয়া ক্রিকেটে তাঁকে ফের দেখা যাবে খেলতে। দিল্লির হয়ে রঞ্জি ম্যাচে খেলতে নামবেন তিনি। বরোদার বিরুদ্ধে দিল্লির পরবর্তী ম্যাচ রয়েছে। সেই ম্যাচেই ২২ গজে খেলতে দেখা যাবে এই তারকা পেসারকে।
আরও পড়ুন: সম্ভবত দেশের বাইরে রয়েছেন কোহলি, বাকি তিন টেস্টে বিরাটকে নাও পাওয়া যেতে পারে- রিপোর্ট
দিল্লির হয়ে ইশান্ত শর্মা মাঠে নামলে দল থেকে বাদ যাবেন প্রিন্স যাদব। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। রঞ্জিতে গ্রুপ-ডি'র এই ম্যাচ শুরু হবে শুক্রবার থেকে। দিল্লির এই মরশুমে এটি পঞ্চম রঞ্জির ম্যাচ। যেখানে বরোদা ব্যাটারদের কঠিন প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিতে প্রস্তুত ইশান্ত শর্মা। দিল্লিতে এই মুহূর্তে বেশ ঠান্ডা রয়েছে। ঠান্ডার ফলে বাতাসে স্যাঁতসেঁতে ভাব রয়েছে। রয়েছে কুয়াশাও। ফলে এই পরিবেশ একেবারে সিম বোলিংয়ের জন্য আদর্শ। যেখানে ইশান্ত শর্মার মতন পেসাররা বিপজ্জনক হয়ে উঠতে পারেন। আর সেকথা মাথাতে রেখেই দিল্লি দলের তরফে ইশান্ত শর্মাকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো টেস্ট সিরিজেই সম্ভবত পাওয়া যাবে না জাদেজা এবং শামিকে
পালামের এয়ারফোর্সের মাঠে খেলা হবে এই ম্যাচ। যদিও এই উইকেট সাধারণত একেবারে পাটা উইকেট। তা সত্ত্বেও এই উইকেটে আবহাওয়ার কারণে বল সিম এবং সুইং করতে পারে বলেই মনে করা হচ্ছে। যদি রোদ্দুর না ওঠে, তাহলে পিচের আর্দ্রতা বজায় থাকবে। রোদ্দুর না উঠলে ২২ গজে মাটির নীচের আর্দ্রতা দীর্ঘক্ষণ বজায় থাকবে। আর তাকেই কাজে লাগাতে চান ইশান্ত শর্মারা। দিল্লির হয়ে এই ম্যাচে খেলবেন নভদীপ সাইনি, হিমাংশু চৌহানরা। বরোদার শিবালিক শর্মাদের কাছে মুশকিল হতে পারে এই ২২ গজে ইশান্ত শর্মাকে ঠেকানো। দলের নবীন অধিনায়ক হিম্মত সিং জানিয়েছেন, ইশান্তের উপস্থিতিই দলের জন্য বড় বিষয়। তাঁর অভিজ্ঞতা দলকে নিঃসন্দেহে সাহায্য করবে বলেই তাঁর মত।