বিশ্বের দুর্ভাগা খেলোয়াড়দের তালিকায় যেন ভেসে উঠেছে পৃথ্বী শয়ের নাম। কারণ যখনই তিনি ফর্মে ফেরেন তখনই চোটের কারণে তিনি বাইরে হয় যান। আবার চোট থেকে ফিরে ফর্মের জন্য লড়াই করেন। ফর্মে ফিরলেই টুর্নামেন্টের বাইরে চলে যান তিনি। আসলে ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ-এর ক্যারিয়ার শুরু হয়েছে খুব একটা বেশি সময় হয়নি। তবে তিনি এর মধ্যেই অনেক উত্থান-পতন দেখে ফেলেছেন। বর্তমানে ইংল্যান্ডের ওয়ানডে কাপে নিজের ব্যাটিং দিয়ে আলোচনার শিরোনামে উঠে এসেছিলেন তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত আবারও ছন্দে ফিরলেও চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। পৃথ্বী শ'র ক্যারিয়ার এখন পর্যন্ত এমন ভাবেই এগিয়ে চলেছে। কখনও ইনজুরির কারণে, কখনও ফর্মের কারণে তাঁকে এই খেলা থেকে বারবার দূরে থাকতে হয়েছে।পৃথ্বী শ বর্তমানে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ওয়ানডে কাপ ২০২৩-এ নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলছেন। এবং নিজের খেলা দিয়ে সকলের নজর কেড়ে মন জিতেছেন তিনি। তবে এবার তিনি চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। প্রকৃতপক্ষে, তিনি ফিল্ডিং করার সময় তাঁর কনুইতে চোট পেয়েছিলেন, তারপরে জানা যায় যে তাঁর চোট গুরুতর এবং তিনি এই টুর্নামেন্টে আর অংশ নিতে পারবেন না। নর্দাম্পটনশায়ারের প্রধান কোচ জন স্যাডলার বলেছেন, ‘পৃথ্বী শ খুব অল্প সময়ের মধ্যে ক্লাবে বড় প্রভাব ফেলেছেন। সে খুব ভালো খেলোয়াড়।’পৃথ্বী শ চলতি মরশুমের ওডিআই কাপ ২০২৩-এ সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি এখনও পর্যন্ত চার ম্যাচে ১৫২.৬৭ স্ট্রাইক রেটে ৪২৯ রান করেছেন। এ সময় ৪৯টি চার ও ১৯টি ছক্কা মরেছেন পৃথ্বী শ। এই সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে ২টি ঝোড়ো সেঞ্চুরি। তিনি ১৫৩ বলে ২৪৪ রান করে ইতিহাস সৃষ্টি করেছেন। তাঁর এই ইনিংসে ছিল ২৮টি চার ও ১১টি ছক্কা। নিশ্চিতভাবে চোটের জন্য পৃথ্বী শ ছিটকে যাওয়ার ফলে, নর্দাম্পটনশায়ার সমস্যয় পড়তে চলেছে। ২০১৮ সালে পৃথ্বী শ তাঁর আন্তর্জাতিক অভিষেক করেছিলেন। তারপর থেকে, তিনি ৫টি টেস্ট, ৬টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি যথাক্রমে ৩৩৯, ১৮৯ রান করেছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে কোনও খাতা না খুলেই আউট হয়েছেন তিনি। ২০২১ সালের জুলাইয়ে তিনি শেষ ম্যাচ খেলেছিলেন। এরপর থেকে টিম ইন্ডিয়ায় ফেরার সুযোগ পাননি পৃথ্বী শ। কিন্তু, এখন তিনি যে ফর্মে আছেন, তা দেখে মনে হচ্ছিল ভারতীয় নির্বাচকরা তাঁকে টিম ইন্ডিয়াতে ফেরার সুযোগ দিতে পারেন। কিন্তু, তার আগেই তিনি চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন।