Virat Kohli Golden Ducks: বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে রানের খাতা খুলতে পারেননি ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি। এদিন তাঁর ব্যাট একেবারেই নীরব ছিল। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তিনি গোল্ডেন ডাকের (প্রথম বলে আউট) শিকার হন। কোহলি তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন ডাক হয়েছিলেন। তৃতীয় ওভারের চতুর্থ বলে তাঁকে নিজের জালে ফাঁসেন ফরিদ আহমেদ। অফ স্টাম্পের বাইরের শর্ট পিচ বলটা ঠিকমতো পড়তে না পেরে মিড অফের দিকে মারেন, সেখানে উপস্থিত ইব্রাহিম জাদরানের হাতে ধরা পড়েন কোহলি।শূন্য রানে আউট হওয়ার পর কোহলির নামে একটি লজ্জাজনক রেকর্ড নথিভুক্ত হয়েছে। ক্রিকেটের তিনটি ফর্ম্যাট মিলিয়ে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ভারতীয় ব্যাটসম্যান হয়েছেন বিরাট কোহলি। ৩৫তম বার খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরেছেন কিং কোহলি। এতদিন ভারতের জার্সি গায়ে ৩৪ বার শূন্য রানে আউট হয়ে এই রেকর্ড নিজের নামে রেখেছিলেন মহান ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। তবে এবার মাস্টার ব্লাস্টারের সেই লজ্জার রেকর্ড নিজের নামে করেছেন বিরাট। কোহলির পরেই রয়েছেন সচিন। তারপরেই রয়েছে রোহিত শর্মার নাম। তিনি ৩৩বার শূন্য রানে আউট হয়েছেন। একই সময়ে, কোহলি ভারতীয় খেলোয়াড়দের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রোহিত শর্মাকে পিছনে ফেলেছেন, যারা সবচেয়ে বেশি গোল্ডেন ডাক হয়েছেন (টপ সাতে ব্যাট করার সময়)। কোহলির সঙ্গে ১০ বার এবং সৌরভ ও রোহিতের সঙ্গে এটা ৯ বার ঘটেছে।ভারতের জন্য সবচেয়ে গোল্ডেন ডাক (টপ-৭-এ ব্যাটিং)১৩ - বীরেন্দ্র সেহওয়াগ১০ - কপিল দেব১০- বিরাট কোহলি৯- সৌরভ গঙ্গোপাধ্যায়৯- রোহিত শর্মা৭ - সুনীল গাভাসকর৭ - সচিন তেন্ডুলকর৭- রাহুল দ্রাবিড়ভারত বনাম আফগানিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি সম্পর্কে কথা বলতে গেলে, অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথে ব্যাট করে ভারত স্কোর বোর্ডে ২১২/৪ রান তোলে। জবাবে আফগানিস্তানও তোলে ২১২/৬ রান। খেলা গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ১৬ রান। জবাবে ভারতও ১৬ রান করে। এরপরে শুরু হয় দ্বিতীয় সুপার ওভার। সেই সময়ে ভারত প্রথমে ব্যাট করে ১১ রান করে। জবাবে ১ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। ফলে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ ৩-০ জেতে ভারত।