শুভব্রত মুখার্জি:- গত ওডিআই বিশ্বকাপেই তাঁর নেতৃত্বেই ষষ্ঠবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া দল। সেই প্যাট কামিন্স এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার হওয়ার পাশাপাশি অন্যতম সেরা অধিনায়কও বটে। এবার তাঁকে সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক করা হয়েছে। এই ফর্ম্যাটে তাঁর অধিনায়কত্বে প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ। ইডেন গার্ডেন্সে শনিবার অর্থাৎ ২৩ মার্চ মুখোমুখি হয়েছে দুই দল। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্যাট কামিন্স জানান, আইপিএলের সময়ে অত্যধিক সফরের ফলে মানসিক চাপ বাড়ে।
তিনি জানিয়েছেন, 'এটা প্রথমবার আমি টি-টোয়েন্টি ফর্ম্যাটে কোনও দলকে আমি নেতৃত্ব দেব। শনিবার টি-২০ ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে আমার প্রথম ম্যাচ হতে চলেছে। আমি এই বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। আইপিএলের একটা আলাদা চ্যালেঞ্জ রয়েছে। ছয়-সাত সপ্তাহের মধ্যে আপনাকে খেলতে হয় ১৪টি ম্যাচ খেলতে হয়। এরপর রয়েছে প্লে-অফ এবং ফাইনাল ম্যাচ। যেটা একেবারে সহজ কাজ নয়। শারীরিকভাবে তো বটেই মানসিকভাবেও বিষয়টি খুব কঠিন। আমি প্রচুর টেস্ট খেলেছি। ফলে ম্যাচে চার ওভার বল করাটা আমার কাছে খুব একটা সমস্যার হবে বলে আমি মনে করি না।'
তিনি আরও যোগ করেন, 'চার ওভার বল করাটা শারীরিকভাবে খুব একটা কষ্টকর নয় এটা ঠিক। আইপিএল চলাকালীন একাধিকবার সফর করাটা নিঃসন্দেহে মানসিক এবং শারীরিকভাবে খুব কষ্টকর। এতে মানসিক চাপ তৈরি হয়। কয়েকদিন অন্তর আমরা এক-একটি নতুন দলের বিরুদ্ধে খেলছি। তাদের বিরুদ্ধে আলাদা আলাদা করে প্রস্তুতি সারতে হয়। এটা নতুন নয়। আমরা এর আগে ও এটা করেছি। সত্যি বলতে ম্যাচের দিনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ওইদিন আমরা নিজেদের সবটা নিংড়ে দিই। কোনও দল ১৪ টি ম্যাচেই অপরিবর্তিত প্রথম একাদশ খেলায় না। আমাদের দলে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ভুবির (ভুবনেশ্বর কুমার) থেকে আমি অনেক কিছু শিখব। বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার ও রয়েছে। সবমিলিয়ে আমাদের বেশ শক্তিশালী একটা দল রয়েছে।'