ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই ধাক্কা ভারতের প্রতিযোগির। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন ভারতের সুমিত নাগাল। ডাচ প্রতিপক্ষকে টপকে প্রথম রাউন্ডের গণ্ডিও পেরোতে পারলেন না ভারতের এই টেনিস খেলোয়াড়। পুরুষদের সিঙ্গলসে স্ট্রেট সেটে হেরে গেলেন ভারতের সুমিত নাগাল। টানা তিন সেটই জিতে নেন ডাচ প্রতিরপক্ষ। সেভাবে দাঁড়াতেই পারেননি সুমিত। শুরু থেকেই তাঁর খেলায় একটা জড়তা লক্ষ্য করা যাচ্ছিল। তৃতীয় সেটে কিছুটা লড়াই দিলেও সেই লড়াই মোটেও কামব্যাক করার মতো ছিল না, ফলে শূন্য হাতেই সিঙ্গলস থেকে বিদায় নিতে হল নাগালকে।
এদিকে প্রথম রাউন্ডের ম্যাচে সহজ জয় পেলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। প্যারিসে যেখানে শেষ করেছিলেন, মার্কিন মুলুকে সেখান থেকেই শুরু করলেন সার্বিয়ান তারকা। প্রথম রাউন্ডে রাডি অ্যালবটকে উড়িয়ে স্ট্রেট সেটে জয় পেলেন বিশ্বের সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লামের মাকিল নোভাক জকোভিচ।
আরও পড়ুন-অবশেষে বরফ গলল! গোয়েঙ্কা অফিসে গিয়ে কর্ণধারের সঙ্গে সাক্ষাৎ রাহুলের…আইপিএল ২০২৫-এর আগে কি বার্তা অধিনায়ককে?
তিন সেটের লড়াইয়ে রাডু অ্যালবটকে পরাস্ত করে দ্বিতীয় রাউন্ডে উঠলেন জোকার। প্রথম দুই সেটই তিনি জিতে নেন ৬-২, ৬-২ ফলে। তৃতীয় সেটে কিছুটা লড়াই দেন মলডোভার ৩৪ বছর বয়সী অ্যালবট, কিন্তু খুব বেশিক্ষণ সেই লড়াই জারি থাকেনি তাঁর। তৃতীয় সেট ৬-৪ ফলে জিতে ম্যাচ সহজেই পকেটে পুড়ে ফেলেন ২৫তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে কোর্টে নামা নোভাক জকোভিচ।
মহিলাদের সিঙ্গলসে হেরে গেলেন ২০১৭ ইউএস ওপেন জয়ী স্লোন স্টিফেনস। ক্লারা বুরেলের বিপক্ষে প্রথম সেট ৬-০ তে জিতে নিয়েছিলেন স্লোন, কিন্তু পরের দুই সেটে দুরন্ত কামব্যাক করে ম্যাচ জিতে নেন ক্লারা। খেলার ফল ০-৬, ৭-৫, ৭-৫। এদিকে ব্র্যান্ডন নাকাশিমার কাছে পুরুষদের সিঙ্গলসে হেরে গেলেন হোলগার রুনে। নাকাশিমা ম্যাচ জিতে নেন ৬-২, ৬-১, ৬-৪ ফলে।
আরও পড়ুন-১৯ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরছেন সূর্য! Border Gavaskar ট্রফির আগে নজরে SKY-এর ফর্ম…
নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ট্যালন গ্রিকস্পোরের কাছে হেরে গেলেন সুমিত নাগাল। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল তাঁকে। খেলার ফল ৬-১, ৬-৩, ৭--৬। নোভাক জকোভিচের মতোই ফ্লাশিং মেডোয় প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন গ্রিগর দিমিত্রভ, গেইল মনফিসরা। দিয়েগো সোয়ার্ৎজম্যানকে ৪ সেটের লড়াইয়ে হারালেন গেইল মনফিলস, খেলার ফল ৭-৬, ৬-২, ৬-২, ৬-১। কিরিয়ান জ্যাকেটকে তিন সেটের লড়াইয়ে হারালেন গ্রিগর দিমিত্রভ, খেলার ফল ৬-৩, ৬-৪, ৬-২।
আরও পড়ুন-‘কেউ দেখতে পাচ্ছে না,তবে পরিবর্তন হচ্ছে…’বললেন পিসিবি চেয়ারম্যান,পাল্টা খোঁচা আফ্রিদির!
আজ রাতেই খেলা রয়েছে ডানিল মেদভেদেভ, জ্যানিক সিনার, ফ্যাবিও ফগনিনি,ড্যানিয়েল গফিন, অ্যালেক্সান্ডার সিতসিপাসদের। এদিকে মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে জয় পেলেন কোকো গফ, ভিক্টোরিয়া আজারেঙ্কা, বারবোরা ক্রেজসিকোভা, এরিনা সাবালেঙ্কারা। আজ রাতে কোর্টে নামছেন ক্যারোলিন ওজনিয়াকি, নাওমি ওসাকা, ইগা সুয়াটেক, এলিনা রাইবাকিনারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।