এক বছরের বেশি সময়ের পর আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামেন টিম ইন্ডিয়ার নক্ষত্র কিং কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে তিনি মুগ্ধ করে দিয়েছেন ময়দানে উপস্থিত সকল দর্শকদের। দেখে মনেই হচ্ছিল না যে তিনি ১৪ মাস পর টি-টোয়েন্টি খেলতে নেমেছেন। তাঁর ব্যাট থেকে আসে বেশকিছু আকর্ষণীয় শট। বিশেষ করে নবীন-উল-হকের বলে মারা একটি চার সকল ক্রিকেটপ্রেমীকে মনে করিয়ে দিয়েছিল ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচের কথা। যদিও সেই ম্যাচে একই শট মেরে তিনি হাঁকিয়েছিলেন ছক্কা, তবে এবার সেটি হয় চার। তবে সিরিজের তৃতীয় এবং অন্তিম টি২০ ম্যাচে এবার বিরাটের সামনে রয়েছে একটি বিশেষ রেকর্ড ভাঙার সুযোগ। মাত্র ৬ রান করলেই তিনি এই ফরম্যাটে, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে ১২ হাজার রানের মালিক হবেন।বুধবার, অর্থাৎ ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচটিতে মুখোমুখি হবে দুই দল। ইতিমধ্যেই প্রথম দুটি ম্যাচে জিতে সিরিজ নিজেদের ঝুলিতে তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। তবুও টিম ইন্ডিয়ার লক্ষ্য হবে তৃতীয় ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ করার। তবে এই ম্যাচে একটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে বিরাট কোহলির। নিজের আইপিএল দলের মাঠে ৬ রান করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন ১২০০০ রান। যদিও এটি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে হবে। এটি করতে পারলেই, তিনি চতুর্থ ক্রিকেটার হবেন যিনি ১২০০০ রান করবেন।যদিও এই তালিকায় প্রথম তিন স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ব্যাটার ক্রিস গেইল (৪৬৩ টি-২০ ম্যাচে ১৪৫৬২ রান), প্রাক্তন পাক তারকা শোয়েব মালিক (৫২৫ টি-২০ ম্যাচে ১২৯৯৩ রান) এবং মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ তথা প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড (৬৩৯ টি-২০ ম্যাচে ১২৪৩০ রান)। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন বুধবারই বিরাট ছুঁয়ে ফেলবেন সেই সংখ্যা এবং চতুর্থ ক্রিকেটার হবেন এই ক্ষেত্রে।প্রসঙ্গত, দ্বিতীয় টি- ম্যাচে বিরাট ১৬ বল খেলে করেন ২৯ রান, যার মধ্যে রয়েছে পাঁচটি চার। অধিনায়ক রোহিত শর্মার আউট হওয়ার পরই তিনি নামেন এবং প্রথম থেকেই আক্রমণ করতে শুরু করেন। ম্যাচটি শেষ হয় শিবম দুবের পায়ে লেগে লেগ বাইয়ের দ্বারা। এবার দেখার বিষয় তৃতীয় ম্যাচটিও জিততে পারে কিনা ভারত।