বিশাখাপত্তনমে দুরন্ত প্রত্যাবর্তন করেছে ভারত। ১০৬ রানে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে। এখন ভারতীয় টিম নির্বাচন নিয়ে চলছে জোর চর্চা। তার মধ্যে যে প্রশ্নটি বারবার উঁকি দিচ্ছে, সেটা হল আদৌ কি তৃতীয় টেস্ট থেকে খেলবেন বিরাট কোহলি? পাঁচ ম্যাচের সিরিজে শেষ তিনটি ম্যাচে বিরাট কোহলির প্রত্যাবর্তন করার কথা। তবে বিরাটের ঘনিষ্ঠ বন্ধু এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কিংবদন্তি এবি ডি'ভিলিয়ার্স জানিয়েছেন যে, ভারতের প্রাক্তন অধিনায়ক এবং তাঁর স্ত্রী আনুষ্কা শর্মা তাদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়, অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচের অংশের জন্য কোহলির প্রাপ্যতার বিষয়ে নিজে কোনও মন্তব্য করেননি। বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে।
হায়দরাবাদে প্রথম টেস্ট সিরিজ শুরুর তিন দিন আগে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার পর কোহলি প্রথম দু'টি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছিল যে, ব্যক্তিগত কারণে তিনি প্রথম দু'টি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও তাঁর কাছে দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই অগ্রাধিকার।
বিসিসিআই অবশ্য ভারতের ক্রিকেট ভক্ত এবং মিডিয়াকে কোহলির অনুপস্থিতি নিয়ে গুজবে ছড়াতে অনুরোধ করেছিল। তবুও গত সপ্তাহে জল্পনা ছড়িয়েছিল যে, ভারতের তারকা তাঁর মায়ের অসুস্থতার কারণে প্রথম দু'টি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও পরে সোশ্যাল মিডিয়ায় কোহলির ভাই বিকাশ গুজবটি ভুল বলে দাবি করেন।
শনিবার ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে নিজের ইউটিউব চ্যানেলে এবি ডি'ভিলিয়ার্স জানান যে, কোহলি বর্তমানে অনুষ্কার সঙ্গে রয়েছেন। কারণ দম্পতি তাঁদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। কোহলি তাঁর পরিবারকে অগ্রাধিকার দেওয়ার জন্য এবি আবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
আরও পড়ুন: চতুর্থ দিন পিচে ফাটল তৈরি হয়েছিল, ব্যাট করাটা কঠিন হয়ে উঠেছিল- ভারতের জয়ের পর স্বীকারোক্তি যশস্বীর
ডি'ভিলিয়ার্স দাবি করেন যে, ‘আমি যতটা জানি কোহলি ভালোই আছে। পরিবারের সঙ্গে ভালোই সময় কাটাচ্ছে। আমি কোনও কিছুই নিশ্চিত করে বলছি না। তবে কোহলির সঙ্গে আমার টেক্সট বিনিময় হয়েছে। ও জানিয়েছে, ভালোই আছে। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। হ্যাঁ, ওর দ্বিতীয় সন্তান আসতে চলেছে। এটা পরিবারের সঙ্গে থাকার সময় এবং এই সমস্ত জিনিস ওর কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বেশির ভাগ মানুষেরই প্রাধান্য তাদের পরিবার। তার জন্য বিরাটের সমালোচনা করা যায় না। হ্যাঁ, ওকে আমরা মিস করি। তবে ও একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’
তৃৃতীয় টেস্টে কোহলিকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলনে রাহুল দ্রাবিড়কে প্রশ্নের মুখে পড়তে হলে, তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন. ‘আমি মনে করি, এই বিষয়ে নির্বাচকদের জিজ্ঞেস করা সবচেয়ে ভালো। আমি নিশ্চিত নই। ওরাই পরবর্তী তিন টেস্টের জন্য দল নির্বাচন করবে। ওরাই এই বিষয়ে উত্তর দেওয়ার জন্য সেরা মানুষ। আমি নিশ্চিত আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচন হবে। আমরা ওর সঙ্গে যোগাযোগ করব। এবং বিষয়টি নিয়ে দেখব কী হয়।’
রাজকোটে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টে আগে ভারত, ইংল্যান্ড- দুই দলই ১০ দিনের বিরতি পাবে। বিসিসিআই নির্বাচকেরা শেষ তিন ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করার আগে, কোহলির সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে।