শুভব্রত মুখার্জি: ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে শুরুটা দারুণ ভাবে করেছিল ইংল্যান্ড দল। হায়দরাবাদে ২৮ রানে টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছিল তারা। নিজামের শহরে সফল হয়েছিল তাদের ব্যাজবল স্ট্র্যাটেজি। তবে এর পরেই বিশাখাপত্তনমে ফিরে আসে ভারত। ১০৬ রানে জিতে সিরিজে সমতা ফেরায় তারা। আর রাজকোটে এসে সিরিজে লিড নিয়ে ফেলেছে ভারতীয় দল। ৪৩৪ রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ড দলকে হারিয়ে দিয়েছে তারা।
বিশেষজ্ঞদের মতে, রাজকোটে ভারতীয় বোলারদের সামনে একেবারে মুখ থুবড়ে পড়েছে ইংল্যান্ডের ব্যাজবল স্ট্র্যাটেজি। এবার এই সমস্ত বিষয় নিয়েই মুখ খুলেছেন ইংল্যান্ড দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তিনি জানিয়েছেন, রাজকোটে হারের যন্ত্রনা থাকলেও, তাদের কোনও অনুশোচনা নেই।
আরও পড়ুন: প্রতিদিন ৫০০ করে বল খেলেছেন, স্পিনের বিরুদ্ধে অভিজ্ঞতা অর্জন করতে ১৬০০ কিমি সফর করেছেন সরফরাজ
বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেন্ডন ম্যাকালাম বলেছেন, ‘আমরা সব কিছু পাল্টে ফেলব। ভারতকে ফের একবার (আসন্ন রাঁচি টেস্টে) চাপে ফেলব। আশা করছি, ৭-৮ দিনের মধ্যে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, তা হল সিরিজ নির্ধারণী টেস্টে (ধর্মশালাতে) যাওয়াটা কতটা উত্তেজক হতে চলেছে। আমি জানি, আমাদের নিয়ে এই মুহূর্তে অনেকে অনেক সমালোচনা করছে। তবে আমি নিশ্চিত, দলের ছেলেরা নিজেদের পারফরম্যান্স দিয়ে বাইরের সব সমালোচনাকে বন্ধ করে দেবে। ব্যক্তিরা তাদের ব্যক্তিগত মতামত জানাতেই পারে। এটাই বাস্তব। মতামত ভালো হোক, খারাপ হোক কিংবা কুৎসিত হোক, তাকে মেনে নিতেই হবে।’
আরও পড়ুন: অকারণেই আইপিএল থেকে নাম প্রত্যাহার অ্যাটকিনসনের, চাপ না নিয়ে আগেভাগেই বদলি ঠিক করে ফেলল KKR
তিনি আরও যোগ করেন, ‘আমাদের সাজঘর খুব শক্তিশালী সাজঘর। এই সাজঘরে সবার আত্মবিশ্বাস খুব বেশি। প্রত্যেকেই প্রত্যেককে সমর্থন করে, যাতে মাঠে নেমে আরও ভালো পারফরম্যান্স তারা করতে পারে। তাতে প্রতিভার আরও আরও বিকাশ ঘটে। বাইরের সমালোচনাকে যদি আমরা সাজঘরে প্রবেশ করতে দিই, তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমাদের আরও কিছু উন্নতি করতে হবে। তবে আমরা ১৮ মাস আগে যে দল ছিলাম, তার থেকে এখন আমরা অনেকটাই উন্নত দল। আমরা যে পদ্ধতি অবলম্বন করে খেলছি, তাতে আমরা নিজেদের সমস্যা ডেকে আনিনি। অনেক সময়েই আমাদের পদ্ধতি সফল হবে না। রাজকোটে হারের যন্ত্রনা রয়েছে। তবে এই হার নিয়ে নেই কোনও অনুশোচনা। আমরা এখানে প্রথম টেস্ট জিতেছি। টেস্টের মাঝপথেও আমরা জিততে পারি এটা ভাবিইনি। তাই আমি পরবর্তী দু'টি টেস্ট নিয়ে খুব উত্তেজিত। আমরা এখান থেকে ফিরে আসতে পারলে, জানি যে জায়গায় আমরা পৌঁছাতে চাইছি, তার অনেক কাছে পৌঁছে যাব।’